



পারিজাত গঙ্গোপাধ্যায় ★ বার্মিংহ্যাম : মাঠে তাঁদের সম্পর্ক যতটা পেশাদার, মাঠের বাইরে ততটাই মজাদার। ইংল্যান্ড সিরিজ়ের মাঝে ভারতের ড্রেসিংরুমে দেখা গেল এক অন্য রকম বন্ধুত্বের ছবি। কিন্তু সেই হাসি-মজার মধ্যেই ক্রিকেটের এক সংবেদনশীল প্রসঙ্গে উঠে এল খোঁচা, অবসর! আর যার লক্ষ্য, তিনি ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। যদিও জাড্ডুর জবাব ছিল যথেষ্ট ঠান্ডা মাথায়, পরিণত ভঙ্গিতে।

গত বছর ২৯ জুন ভারত (India) যখন দীর্ঘ ১১ বছরের অপেক্ষা কাটিয়ে আইসিসি ট্রফি জেতে, তার অংশ ছিলেন জাডেজাও। সেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ছিল দেশের জন্য এক আবেগঘন মুহূর্ত। এক বছর পেরিয়ে যাওয়ায়, সেই স্মৃতিই আবার নতুন করে ফিরে এল বার্মিংহ্যামের টিম হোটেলে। কেক কাটার উৎসব, আড্ডা, স্মৃতিচারণ, সব মিলিয়ে একটা খোলা মনোরম পরিবেশ। ভারতীয় ক্রিকেট বোর্ড সেই মুহূর্তের ভিডিও প্রকাশ করতেই তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওয় দেখা যায়, ঋষভ পন্থ (Rishabh Pant), অর্শদীপ সিংহ (Arshdeep Singh), যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), কুলদীপ যাদব (Kuldeep Yadav), জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও রবীন্দ্র জাডেজা মিলে একটি কেক কাটছেন। মুহূর্তটাই যথেষ্ট স্মৃতিময়। বিশেষ করে বিশ্বকাপজয়ী দলের সদস্যদের একত্রিত দেখে আবেগতাড়িত হয়েছেন অনেকেই। কেক কাটার পরে যখন জাডেজাকে খাইয়ে দিচ্ছেন পন্থ ও বুমরাহ, তখনই তাঁরা ঠাট্টার সুরে বলেন, “অবসর জীবনের শুভেচ্ছা!” খেলোয়াড়দের কানে এমন সংলাপ পড়লেই কিছুটা চমক লাগে। যদিও জাডেজা তা সহজে সামলে বলেন, “একটা ফরম্যাট থেকেই তো শুধু নিয়েছি।” সোজাসুজি বলতে গেলে, জাডেজা বোঝাতে চাইলেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে তিনি অবসর নিয়েছেন ঠিকই, কিন্তু টেস্ট ও একদিনের ফরম্যাটে এখনও তিনি দেশের প্রতিনিধিত্ব করছেন, এবং করে যেতে প্রস্তুত।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিল ভারতের জন্য ঐতিহাসিক। ২০০৭ সালের পর দ্বিতীয় বার চ্যাম্পিয়ন হয়ে ফের একবার ইতিহাস লেখে ‘Men in Blue’। রোহিত শর্মা (Rohit Sharma) তখন দলনেতা। বার্বাডোজ়ের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আনন্দে ভাসে গোটা দেশ। সেই ম্যাচে বিরাট কোহলি (Virat Kohli) করেন ম্যাচজেতানো ৭৬ রান। যদিও গোটা টুর্নামেন্টে ছন্দে ছিলেন না তিনি। শেষদিকে ভারতের জেতার সম্ভাবনা অনেকেই খারিজ করে দিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকাকে দরকার ছিল ৩০ বলে ৩০ রান। সেখান থেকেই ম্যাচের মোড় ঘোরান হার্দিক পাণ্ড্য (Hardik Pandya), বুমরাহ ও অর্শদীপ। অন্যদিকে, বুমরাহর চোখ ধাঁধানো পারফরম্যান্সের জন্য তিনি হন ‘প্লেয়ার অব দ্য সিরিজ’। পরিসংখ্যানের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছিল সেই মানসিক চাপকে সামলে দলকে জেতানোর মানসিকতা। এত কিছুর মধ্যে যখন বার্মিংহ্যামে পুরনো সঙ্গীরা স্মৃতিচারণায় মশগুল, তখনই আলোচনায় ফিরে এল অবসরের প্রসঙ্গ। রোহিত ও কোহলি ইতিমধ্যে টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেছেন। তাঁদের পদাঙ্ক অনুসরণ করে জাডেজাও সেই ফরম্যাটকে বিদায় জানিয়েছেন। তবে দলের মধ্যে বন্ধুত্বের জায়গা থেকেই এই ‘খোঁচা’ বলে মত অনেকের। তবে এটা অনস্বীকার্য, ভারতীয় দলে অবসরের ধারা শুরু হয়ে যাওয়ায়, ভবিষ্যতে আরও কেউ যে সেই পথে হাঁটবেন না, তা নয়। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ় অবশ্য ভারতের জন্য মধুর নয়। হেডিংলেতে প্রথম টেস্টে হারের মুখ দেখতে হয়েছে। বুধবার থেকে এজবাস্টনে দ্বিতীয় টেস্ট শুরু। জাডেজা, শুভমন গিল (Shubman Gill), বুমরাহরা সেই ম্যাচের প্রস্তুতিতে মন দিয়েছেন। তার মাঝেই পুরনো স্মৃতির আবেশ কিছুটা রিল্যাক্সেশন এনে দিল দলকে। জাডেজার মতো সিনিয়র ক্রিকেটারেরা জানেন কবে কী বলতে হয়, আর কীভাবে পরিস্থিতি সামলাতে হয়। তাঁর সহজ অথচ দৃঢ় জবাবে আবারও প্রমাণ হল, জাড্ডু শুধু মাঠেই নয়, ড্রেসিংরুমেও একজন ব্যালান্সড চরিত্র। আপাতত বল হাতে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। জাডেজা নিজের জবাব ব্যাটে-বলে দিতে ভালবাসেন, কেকে নয়।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Jasprit Bumrah, Sanjana Ganesan | প্রথমে এড়িয়ে গিয়েছিলেন, পরে হলেন জীবনসঙ্গিনী, জানেন বুমরাহ ও সঞ্জনার প্রেমের গল্প?
