



সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : গণেশ চতুর্থীর একদিন পরই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা পাড়ুকোন। ৮ সেপ্টেম্বর রণবীর-দীপিকার (Ranveer-Deepika) ঘরে নবজাতকের আগমনের খুশি ছড়িয়ে পড়ে নেটাগরিকদের ভেতর। নিজেদের খুশির খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন স্টার দম্পতি। বিশেষ সূত্রে খবর, ক’য়েক দিনের ভেতরই হাসপাতাল থেকে ফিরবেন সকন্যা দীপিকা। তারকা দম্পতির সঙ্গে মুকেশ আম্বানি ও তাঁর পরিবারের সুসম্পর্কের কথা সকলেরই জানা। দীপিকা মা হওয়ার পরে হাসপাতালে দেখতে যান মুকেশ (Mukesh Ambani) সুত্রের এমনই খবর। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তিনি হাসপাতালে প্রবেশ করেন বলে উল্লেখ। সূত্রের খবর এ-ও যে, দীপিকা (Deepika Padukone) দক্ষিণ মুম্বাইয়ের যে হাসপাতালে মা হয়েছেন, সেই হাসপাতালটি মুকেশ আম্বানির মালিকানাধীন।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Sasraya News Sunday’s Literature Special | 8th September 2024, Issue 32 || সাশ্রয় নিউজ রবিবারের সাহিত্য স্পেশাল | ৮ সেপ্টেম্বর, ২০২৪ | সংখ্যা : ৩২
