Sasraya News

Thursday, March 13, 2025

Raniganj : পরিত্যক্ত বাড়ি ভেঙে হত ২

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ রানিগঞ্জ : রানিগঞ্জে (Raniganj) পরিত্যক্ত বাড়ি ভেঙে হত দুই। প্রবল বৃষ্টিতে রানিগঞ্জের সাহেববাঁধ অঞ্চলে এদিন ভেঙে পড়ে একটি বাড়ি। অজ্ঞাত পরিচয় ওই দুই যুবক বাড়ির ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে মৃত্যু হয় বলে উল্লেখ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয় সূত্রে খবর যে, ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে ভেঙে পড়া বাড়িটি জাতীয় সড়ক কর্তৃপক্ষ অধিগ্রহণ করে। তারপর থেকেই ওই বাড়িটি ফাঁকা পড়েছিল। রক্ষণাবেক্ষণের অভাবে দুর্বল হয়ে পড়ে বাড়িটি। ফল স্বরুপ টানা বৃষ্টিতে ভেঙে পড়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের অধিগৃহীত বাড়িটি। বাড়ির ধ্বংসস্তুপের ভেতর থেকে উদ্ধার হওয়া দুই যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে খবর। স্থানীয় এক বাসিন্দার কথায়, “বাড়িটি জাতীয় সড়ক কর্তৃপক্ষ সড়ক সম্প্রসারণের জন্য অধিগ্রহণ করে। ওরা যদি পুরো জায়গা যদি পরিষ্কার করে দিত তাহলে এই ঘটনা ঘটত না।”

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Kalatan Dasgupta : কলতানের গ্রেফতারির ঘটনায় প্রশ্ন তুললেন বাম ও বিজেপি নেতাদের

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment