Sasraya News

Thursday, March 13, 2025

Rani Mukherjee : সাংবাদিকের সঙ্গে কী করলেন রানি মুখোপাধ্যায়, যা দেখে নেটপাড়ায় হৈচৈ শুরু হয়ে গেল!

Listen

সাংবাদিকের সঙ্গে কী করলেন রানি মুখোপাধ্যায়, যা দেখে নেটপাড়ায় হৈচৈ শুরু হয়ে গেল!

সাশ্রয় নিউজ ★ মুম্বাই : বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের (Bollywood Actress Rani Mukherjee) এমন মূর্তি দেখে অবাক সকলে!

 

রানি মুখোপাধ্যায়। ছবি : সংগৃহীত

 

দীপাবলির (Dewali) অনুষ্ঠানে যাচ্ছিলেন বলিউড অভিনেত্রী (Bollywood Actress)। তাঁর ছবি তোলার জন্য পিছু নেন পাপারাৎজিরা। দীপাবলিতে এমনিতেই ভিড়। তার ভেতরই রানির ছবি শিকার করছিলেন পাপারাৎজিরা। এমন সময় একজন সাংবাদিক (Journalist) আহত হন। নজর এড়ায়নি রানির। গাড়ি থামিয়ে নিজের গাড়িতে তুলে নেন ওই সাংবাদিককে। হাসপাতালে (Hospital) পৌঁছন। রানির এই ভিডিও ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। অভিনেত্রীর মানবিকতার প্রশংসার মুখর হয়ে ওঠেন নেটাগরিকদের বড় অংশ। শুধু রানি মুখোপাধ্যায়ই নয়, এর আগে একই কাজ করতে দেখা যায়, শাহরুখ খানকেও (Shah Rukh Khan) প্রসঙ্গত উল্লেখ্য যে, রানি মুখোপাধ্যায়কে (Rani Mukherjee) শেষবার দেখা গিয়েছে ‘মিস্টার অ্যাণ্ড মিসেস নরওয়ে (Mr. & Mrs. Norway Movie) ছবিতে।

ছবি : সংগৃহীত 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment