



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : সোমবার সাংবাদিক বৈঠক করলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার (Rajiv Kumar)। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “আগে ভোটের সময় কী রকম টাকা, শাড়ি, মদ বিলি হত আপনারা জানেন। এবার তা রুখে দেওয়া গিয়েছে। আড়াই বছরের চেষ্টাতেই তা সম্ভব হয়েছে। আমরা জানতাম আমরা এটা হতে দেব না। ১০ হাজার কোটির জিনিসপত্র বাজেয়াপ্ত হয়েছে। ৪ হাজার ৩৯১ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত হয়েছে।” মুখ্য নির্বাচন কমিশনার ভোট হিংসা সম্পর্কে বলেন, “আমরা কী রকম হিংসা দেখতাম আপনাদের মনে আছে? কিন্তু এবার সেরকম কোনও ঘটনা ঘটেনি। ঝাড়খণ্ড, মণিপুর, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, কাশ্মীর-সহ সারা দেশে সে রকম কোনও হিংসার ঘটনা ঘটেনি।” তিনি আশাবাদী, যে, রাজ্য সরকার ও সিআরপিএফ ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটতে দেবে না। তাঁর কথায়, আমরা আশাবাদী এবং আত্মবিশ্বাসী সেভাবে হিংসা হবে না। তবে যদি হয়, তা মাথায় রেখে কয়েকটি রাজ্যে সিআরপিএফ থাকবে। তার মধ্যে বাংলাও রয়েছে। আমরা নিশ্চিত যে রাজ্য সরকার এবং সিআরপিএফ ভোট পরবর্তী হিংসা হতে দেবে না।” রাত পোহালেই দেশের লোকসভা ভোটের ভোটগননা। তাঁর আগে মুখ্য নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক ভোট সম্পর্কে সন্তোষ বার্তাই দিতে চাইলেন বলে মত ওয়াকিবহাল মহলের।
ছবি : সংগৃহীত
আরও খবর : CV Anand Bose : রাজ্যপালের বার্তা
