



সাশ্রয় নিউজ ★ জয়পুর : রাজস্থানের ঝুনুঝুনুতে তামার খনি থেকে উদ্ধার ১৫ জন কর্মী। মঙ্গলবার রাতে HCL এর তামার খনিতে লিফটের তার ছিঁড়ে (Rajasthan HCL, Mine Lift collapse) বিপর্যয়ের মুখোমুখি হয় কর্মীরা। অবশেষে উদ্ধার ১৫ জন কর্মীই। সূত্রের খবর আশঙ্কাজন তিনজন। তাঁরা জয়পুরে হাসপাতালে চিকিৎসাধীন। কী হয়েছিল? জানা যায় যে, কলকাতা থেকে একটি ভিজিল্যান্স দল গিয়েছিল ওই খনি পর্যবেক্ষণে। খনি থেকে উঠে আসার সময় লিফটের তার ছিঁড়ে যায়। ওপর থেকে ৫৭৭ ফুট নিচে লিফটি ঝুলে পড়ে। বিপর্যয়ের ১২ ঘণ্টা পর আটকে থাকা ১৫ জনকেই উদ্ধার করা হয় বলে সূত্রের খবর।
আরও খবর : International Mother’s Day : আন্তর্জাতিক মাতৃ দিবস নিয়ে কলম ধরলেন চৈতালী
