



সাশ্রয় নিউজ ডেস্ক ★ পূর্বস্থলি : পূর্বস্থালী ১ ব্লকের (Purbasthali 1 Block) নাদন ঘাটের বড়ডিয়া গ্রামের ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা। এক গৃহবধুর মৃত্যুকে ঘিরে রহস্য দানা বাধে। মৃতার নাম শবনম খাতুন। তার বিয়ে হয়েছিল বড়ঢেক গ্রামের ফিরোজ মোল্লার সঙ্গে। বাবার বাড়ি মেমারি থানার অন্তর্গত বোহার গ্রাম পঞ্চায়েত সিদ্ধেরিয়া গ্রামে। মৃতার বাবা নাসির আলীর বক্তব্য, বিয়ের পর থেকে মেয়ের ওপর চলছিল অত্যাচার। হঠাৎই বাপের বাড়িতে ফোন করে জানানো হয় মেয়ে বিদ্যুৎপৃষ্ট হয়েছে। তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। পরে তাকে কবর দিয়ে দেয়া হয়। কিন্তু তারপর এই শ্বশুরবাড়ির লোকজন কবর থেকে ওই গৃহবধূর লাশ বের করে পাচার করার চেষ্টা করছিল।’ উল্লেখ্য, মৃতার বাপের বাড়ির লোকজন খবর পেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়। সূত্রের খবর, কবর দেবার আগে গোসল করানো হয়, তখন তার শরীর নানা আঘাতের চিহ্ন ছিল তখন থেকে রহস্যের দানা বেঁধেছে এবং ময়না তদন্ত ছাড়াই তাকে কবর দেয়া হয়েছিল বলে উল্লেখ। তারপর এবার প্রশাসনের দ্বারস্থ হয়ে মৃতার বাবা নাসির আলী মৃতার ময়নাতদন্তের দাবী জানান। এরপরে পুলিশ ওই দেহটি কবর থেকে তুলে ময়না তদন্তের জন্য পাঠায় বলে উল্লেখ।
ছবি : সংগৃহীত
