Sasraya News

Thursday, February 13, 2025

Purba Burdwan-Kalna : ব্যাহত ফেরি চলাচল

Listen

সাশ্রয় নিউজ ★ পূর্ব বর্ধমান : কালনা ফেরিঘাটে ফেরি চলাচল ব্যাহত। কর্তব্যরত ফেরিঘাটের কর্মীরা জানান যে ভা,গীরথীর নাব্যতা কমে যাওযায় ফেরি চালানো অসুবিধাজনকহয়ে দাঁড়াচ্ছে। বেশ কিছুদিন ধরে এরকম অবস্থার সম্মুখীন হতে হচ্ছে। ভাটার সময় খুবই অসুবিধে হচ্ছে। এর ফলে দুই পাড়ে অপেক্ষারত বহু যান এবং যাত্রী পারাপার করতে পারছেন না। এমতাবস্থায় গতকাল জেসিপি লাগিয়ে পলি সরানোর ব্যবস্থা করলেও সেরকম সুবিধাজনক হয়নি। কর্তব্যরত ফেরিঘাটের কর্মীরা জানান, ব্যাপকহারে এই পলি সরানোর ব্যবস্থা না করলে এরকম অসুবিধার সম্মুখীন হতে হবে। এবং ফেরি চলাচল ব্যাহত হবে।  এতে অসংখ্য যাত্রী ও যানের খুবই সঙ্কটজনক অবস্থার মধ্যে পড়তে হবে।

আরও খবর : Murshidabad Murder : প্রেমিকার বাড়ির বাথরুমের চেম্বার থেকে উদ্ধার যুবকের দেহ

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment