



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কালনা :: পূর্ব বর্ধমান :: সোমবার এক গৃহবধুর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যকর ঘটনা ঘটে কালনা থানার বাগনাপাড়ার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্রীরামপুর গ্রামে। মৃত গৃহবধূর নাম সেলিনা বিবি। গৃহবধূর বাড়ির লোকজনের অভিযোগ তোলেন, তাঁর মৃত্যুর জন্য দায়ী শ্বশুরবাড়ির জনই বলে উল্লেখ। মৃতার বাবার বাড়ির পক্ষ থেকে অভিযোগ, শ্বাসরোধ করে খুন করা হয় বলে উল্লেখ। ঘটনাস্থলে পুলিশ মৃতার শাশুড়িকে গ্রেফতার করে। পলাতক স্বামী। ঘটনায় গ্রেফতার হওয়া মৃতার শাশুড়িকে সোমবার দিন কালনা থানায় তাকে নিয়ে আসা হয়। আদালত রচনা বিবি নামে ওই মহিলাকে সাতদিনের জেল হেফাজতের নির্দেশ দেন বলে উল্লেখ।
ছবি : প্রতীকী
