



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কালনা : বজ্রপাতে প্রাণ হারালেন একজন পরিযায়ী শ্রমিম। মৃতের নাম মুনিলাল হাঁসদা (৩৪)। মৃতের বাড়ি ঝাড়খণ্ডের দুমকার রাঙামাটিতে। সূত্রের খবর, ওই পরিযায়ী শ্রমিক অন্যান্য শ্রমিকের সঙ্গে পূর্ব বর্ধমানের (Purba Burdwan) কালনা থানার শানপুরে। সেখানে ধান রোপনের কাজ করছিলেন ওই শ্রমিক। অকস্মাৎ তার ওপর বজ্রপাত হওয়ার পরেই অচৈতন্য হয়ে পড়েন মনিলাল হাঁসদা। তাঁকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শনিবার কালনা হাসপাতালেই মৃতের দেহের ময়নাতদন্ত হাওয়ার পরে পরিবারের কাছে দেহ হস্তান্তর করা হয়। উল্লেখ্য যে, ঘটনার সময় মৃতের শিশুপুত্র ও স্ত্রী বর্তমান ছিলেন বলে খবর। কালনা হাসপাতাল থেকে দেহ হস্তান্তরের পরে পরিবারের লোকজন গাড়ি করে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে পাড়ি দেন।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Paris Olympics Indian Hockey Team : দেশে ফিরল অলিম্পিক্সে পদকজয়ী হকি দল
