



আগুনের গ্রাসে তিন ভাইয়ের বাড়ি
সাশ্রয় নিউজ ★ কালনা, পূর্ব বর্ধমান : ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত তিনটি বাড়ি। মন্তেশ্বর থানার ভাগরা গ্রামে তিন ভাইয়ের বাড়িতে আগুন লাগে। আগুনের গ্রাসে মুজিবর রহমান শাহ জাকির হোসেন শাহ জালাল হোসেন শাহ-এর পুড়ে যায়। যদিও গ্রামবাসীদের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ সূত্রে খবর, বৈদ্যুতিক শর্ট সার্কিট-এর কারণেই এই আগুন। ঘটনাস্থলে স্থানীয় পঞ্চায়েত প্রধান গিয়ে ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দেন বলে স্থানীয় সূত্রে উল্লেখ। স্থানীয় মানুষজনের কথায়, তিন ভাই-ই শ্রমজীবী। তাঁদের যাবতীয় সমস্ত কিছু আগুনে ভস্মীভূত হয়ে যায় এখন তারা নিঃস্ব। তাঁদের জন্য সরকারি সাহায্যের দাবি তোলেন এলাকাবাসীরা।
