



সাশ্রয় নিউজ ★ মুম্বাই : দেশে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া সঙ্গে তাঁর স্বামী নিক জোনাস (Priyanka Chopra – Nick Jonas) ও কন্যা মালতিসমাজ মাধ্যমে বেশ অ্যাক্টিভ দম্পতি। এবার দেশে এসে পরিবার নিয়ে একান্তে সময় কাটানোর ছবি শেয়ার করেছেন। সেই ছবিতে বেশ খুশির মেজাজে সকন্যা সেলেব দম্পতি। সেই ছবিতে পারিবারিক ভালবাসার উষ্ণতা অনুভব করেন তাঁদের অনুরাগীরা। ছবি : সংগৃহীত
আরও খবর : Virat Kohli : নতুন হেয়ার স্টাইল নিয়ে আইপিএল অভিযান শুরু করবেন কোহলি
