Sasraya News

Wednesday, June 18, 2025

Princess Diana and John Travolta : প্রিন্সেস ডায়ানা ও জন ট্রাভোল্টার নীরব একটি অধ্যায় : হোয়াইট হাউসের সেই রাত

Listen

সূর্য মিত্র ★ সাশ্রয় নিউজ : ১৯৮৫ সালের হোয়াইট হাউসের সেই রাজকীয় নৈশভোজ যেন ইতিহাসে জায়গা করে নিয়েছে শুধুমাত্র একটি নৃত্য দিয়ে। সেই রাতে আলোচিত হয়ে ওঠেন ব্রিটিশ রাজপরিবারের রাজকুমারী ডায়ানা (Princess Diana) ও হলিউড তারকা জন ট্রাভোল্টা (John Travolta)। দু’জনেই দুই মেরুর বাসিন্দা। একজন রাজপরিবারের অহঙ্কার ও অন্যজন রূপালি পর্দার মহাতারকা।

১৯৮৫ সালে হোয়াইট হাউসের রাজকীয় নৈশভোজ : প্রিন্সেস ডায়েনা ও জন ট্রাভোল্টার নাচের দৃশ্য। ছবি : সংগৃহীত

কিন্তু সেই রাতে তাঁদের মাঝখানের দূরত্ব মুছে গিয়েছিল ক’য়েক মিনিটের একটি নাচেই। সেই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন রোনাল্ড রেগান (Ronald Reagan), আর ফার্স্ট লেডি ছিলেন ন্যান্সি রেগান (Nancy Reagan)। তাঁরাই আয়োজিত করেছিলেন রাজকীয় এই নৈশভোজ। অতিথিদের তালিকায় ছিল টম সেলেক (Tom Selleck), ক্লিন্ট ইস্টউড (Clint Eastwood) ও গ্লোরিয়া ভ্যান্ডারবিল্ট (Gloria Vanderbilt)-এর মতন নামকরা সেলিব্রেটিরা। কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন একমাত্র ডায়ানা।

Also read : Marriage in Ancient Egypt : প্রাচীন মিশরে বিবাহের রীতি

প্রিন্সেস ডায়েনা। ছবি : সংগৃহীত

ডায়ানা তখন মাত্র ২৪ বছরের তরুণী, পরনে ভিক্টর এডেলস্টেইন (Victor Edelstein)-এর ডিজাইন করা অফ-দ্য-শোল্ডার নীল গাউন। রাজকীয় শিষ্টাচার আর আত্মবিশ্বাসে পূর্ণ, অথচ নৃত্যের আগে ছিলেন কিছুটা নার্ভাস। জন ট্রাভোল্টা পরে সেই মুহূর্ত স্মরণ করে বলেন, “আমি ওর পিঠের মাঝখানে হাত রেখেছিলাম, ওর হাতটা একটু নিচে নামিয়ে বলেছিলাম, ‘চিন্তা করবেন না না, সব ঠিকঠাক হবে।’ রাত ঠিক বারোটার সময়, ট্রাভোল্টা এগিয়ে এসে বলেছিলেন, “আপনি কি নাচবেন আমার সঙ্গে?” ডায়ানা নিচু গলায় হাসি দিয়ে মাথা নামিয়ে নেন। সেই একটি ভঙ্গিমা যা আজও বিশ্ববাসী ভুলতে পারেনি। এরপরের ১৫ মিনিট ছিল যেন কোনও রূপকথার অধ্যায়, যেখানে দুই তারকা ঘুরছিলেন সুরের ছন্দে, দর্শকদের সামনে জীবন্ত হয়ে উঠেছিল এক অনন্য মুহূর্ত।সেই ডান্স ফ্লোরের পিছনেও ছিল এক ছোট্ট অসাফল্য। ডায়ানার স্বপ্ন ছিল বালেত কিংবদন্তী মিখাইল বারিশনিকভ (Mikhail Baryshnikov)-এর সঙ্গে নাচার। কিন্তু তাঁর আঘাতের কারণে সেই সুযোগ হয়ে ওঠেনি। সে অভাব কিছুটা হলেও পূরণ করেছিলেন ট্রাভোল্টা, তিনি বলেছিলেন, “আমি যেন সেদিন তার প্রিন্স চার্মিং হয়ে উঠেছিলাম। আমি বিমুগ্ধ হয়ে গিয়েছিলাম।”

প্রিন্সেস ডায়েনা। ছবি : সংগৃহীত

সেই নাচের পর টম সেলেক ও ক্লিন্ট ইস্টউডের সঙ্গেও নেচেছিলেন ডায়ানা। ইস্টউড মজা করে বলেছিলেন, “তুমি আমার জন্য একটু বেশিই তরুণী।” জবাবে ডায়ানা হেসে বলেছিলেন, “আমি তো মাত্র ২৪!” সেই রাতের গল্প সেখানেই শেষ হয়নি। পরে বিশেষ সূত্রে জানা যায়, ডায়ানা ও ট্রাভোল্টার মধ্যে ওই নৈশভোজের পরে ব্যক্তিগত চিঠিপত্রের বিনিময় হয়েছিল। যদিও জন কখনওই বিস্তারিত কিছু জানাননি। তবে তিনি স্বীকার করেছেন, “আমি বিশ্বাস করি, আমি তাঁর জীবনে একটি সুখের মুহূর্ত এনে দিয়েছিলাম, আর তিনিও আমার জীবনে। আমি দুঃখিত, তিনি আজ আমাদের মাঝে নেই।” যে আনন্দময় দৃশ্য গোটা বিশ্বকে মোহিত করেছিল, সেই ঘটনা নিয়ে রাজপুত্র চার্লস (Prince Charles) তখন এতটা উচ্ছ্বসিত ছিলেন না। সাংবাদিক সম্মেলনে তিনি এই প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে জানা যায়। শেষ পর্যন্ত বলেছিলেন, “হ্যাঁ, ও নাচ উপভোগ করেছিল ট্রাভোল্টার সঙ্গে।” পাশে বসা ডায়ানা তখন কেবল হাসিমুখে তাকিয়েছিলেন। জন ট্রাভোল্টা পরে বলেন, সেই রাত ছিল তাঁর জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত। ডায়ানার মৃত্যু ১৯৯৭ সালে তাঁকে মর্মাহত করেছিল। “আমি যেন একটা স্বপ্ন থেকে জেগে উঠেছিলাম,” বলেন ট্রাভোল্টা। “এই ধরনের মুহূর্ত জীবনে ক’য়েকটি মাত্র আসে, আর সেটা কোনওদিন ভুলে যাওয়া যায় না।”

Also read : Numerology : সংখ্যাতত্ত্বে ৭ সংখ্যার মানুষ: রহস্য, প্রেম আর নিয়তির গভীর টানাপোড়েন

প্রিন্সেস ডায়েনা। ছবি : সংগৃহীত

চলচ্চিত্রের দুনিয়া ও রাজপরিবারের এই অদ্ভুতভাবে সংযোগ একটি রাতের জন্য হলেও এক নতুন গল্প রচনা করেছিল। একটি ছবি, একটি নাচ যা সময়কে ছাড়িয়ে আজও বহু মনে জীবন্ত হয়ে আছে। দুঃখজনকভাবে, সেই রূপকথার রাজকুমারী এখন শুধুই একটি রূপকথা, একটি ইতিহাস। কিন্তু হোয়াইট হাউসের সেই নাচ, সেই মুহূর্ত এখনও প্রমাণ করে, কখনও কখনও বাস্তবই হয়ে ওঠে রূপকথার চেয়েও বেশি জাদুকরী।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : extramarital affairs : সৌন্দর্য নয়, চরিত্রই নির্ধারণ করে ভালবাসার ভবিষ্যৎ

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment