



পিনাকী চৌধুরী ★ কলকাতা : আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল সারাদেশ। পথে নেমে প্রতিবাদ সংগঠিত করছেন ছাত্র ছাত্রীরা, বুদ্ধিজীবী এবং চিকিৎসক ও অগণিত সাধারণ মানুষ। এদিকে চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত। বস্তুতঃ প্রতিবাদের আঁচ সর্বত্র ছড়িয়ে পড়েছে। সিবিআই তদন্তভার গ্রহণ করেছে। সবাই চাইছে আসল দোষীদের চিহ্নিত করে চরম সাজা দেওয়া হোক। এবার দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu) পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “অনেক হয়েছে, মহিলাদের ওপর অত্যাচার আর বরদাস্ত নয়। ছাত্র ছাত্রীরা, চিকিৎসকেরা রাস্তায়, অথচ অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে।” রাষ্ট্রপতি এই নারকীয় হত্যাকাণ্ডের চরম প্রতিবাদ করে দেশের মা বোনেদের সুরক্ষিত রাখবার বিষয়টিও উল্লেখ করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আরও বলেন যে, “নির্ভয়া কাণ্ডের পর বারো বছর অতিক্রান্ত হয়েছে, অথচ ধর্ষণের ঘটনা এখনও ঘটছে।”
ছবি : সংগৃহীত
আরও পড়ুন :BJP Strike : রাজ্যে বিভিন্ন জেলায় বনধের প্রভাব
