



কবিতা
রাজেশ চন্দ্র দেবনাথ
বহু বিছানা বদল শেষে…
বহু বিছানা বদল শেষে এমন সাফল্য আসে
রতিচক্র কৌশলে বিবর্তিত প্রক্রিয়ায়
আলুথালু রৌদ্রবালিশে পীড়াদায়ক সংস্করণে
পোশাক বদলের স্পর্ধা নিয়ে
সম্ভাবনায় মাত্রায় ডুব দেওয়া যায়
বয়সের পিপাসায়…
ছেলেটা বেঁচে গেছে
অনেকগুলো উপোসি রাত পেরিয়ে
ক্ষুধার্ত শিকড় আঁকড়ে ধরে মেঘাচ্ছন্ন আকাশ
প্রতিটি ঋতুতে আকাশ ভিক্ষা চায়
প্রকাশের ভিক্ষা, চাকুরির ভিক্ষা
টনটন উত্তেজনা থেকে বাঁচতে
জ্যোৎস্নামাখা ঘামের ভিক্ষা…
চক্রবূহ্য ছায়ায় ঝাপসা বৃদ্ধাঙ্গুল প্রেম
সেই প্রেম ছাড়িয়ে
ডিপ্রেশনের তুমুল আলোড়নে
তাকেও একদিন পস্তাতে হবে…
অঙ্কন : প্রীতি দেব
এক নজরে 👉 সাশ্রয় নিউজ-এ আপনিও পাঠাতে পারেন স্থানীয় সংবাদ। এছাড়াও রবিবারের সাহিত্য স্পেশাল-এর জন্য উপন্যাস, কবিতা (একধিক কবিতা পাঠালে ভালো হয়। সঙ্গে একটি লেখক পরিচিতি। গল্প, প্রবন্ধ, গদ্য, পুস্তক আলোচনা (আলোচনার জন্য দুই কপি বই পাঠাতে হবে), ভ্রমণ কাহিনী। লেখার সঙ্গে সম্পূর্ণ ঠিকানা ও যোগাযোগ নম্বর থাকতে হবে। অবশ্যই কোনও প্রিন্ট বা ডিজিটাল মাধ্যমে এমনকী কোনও সোশ্যাল মিডিয়াতে বা পোর্টালে পূর্ব প্রকাশিত লেখা পাঠাবেন না। ই-মেল করে লেখা পাঠান। ই-মেল আই ডি : editor.sasrayanews@gmail.com
