Sasraya News

Wednesday, April 23, 2025

Poet Biswajit Mandal : কবি বিশ্বজিৎ মণ্ডল এর একগুচ্ছ কবিতা

Listen

কবিতাগুচ্ছ🦋


এই সময়ের উন্নতম তরুণ কবি। যার লেখায় উঠে আসে সংগ্রামের মুহূর্ত। জীবনে অসময় কাটিয়ে পথ ঘুরে দাঁড়ানোর চেষ্টা। প্রেমের নীরবতার শ্বাস। আনন্দের মুহূর্ত গুলো ধরা পড়ে।একদম অন্যরকম নতুন ধরনের লেখা । 
কবি বিশ্বজিৎ মণ্ডল এর জন্ম ১৯৭৩ সালে। পেশাগতভাবে যুক্ত শিক্ষকতার সঙ্গে। তাঁর কবিতা-১৯৯১ সালে ‘চলন্তিকা’ পত্রিকায় প্রকাশিত হয়। কবির কাব্যগ্রন্থসহ অন্যান্য মোট গ্রন্থ ১২ টি। কবিতার পাশাপাশি ছোটগল্প, মুক্ত গদ্য, শিশুতোষ গল্প প্রকাশিত হয়েছে দেশ, সানন্দা, কৃত্তিবাস, একদিন, সংবাদ প্রতিদিন, আরম্ভ, কবি সম্মেলন, কালি ও কলম (বাংলাদেশ) প্রভৃতি পত্রিকায়। নিজের লেখালেখি সম্পর্কে কবি বলেন, বঞ্চিত ও উপদ্রুত জীবনের আখ্যায়িকা সাজাতেই কলম ধরা। সাশ্রয় নিউজ -এর আজকের সাহিত্য পাতায় কবির একগুচ্ছ কবিতা।

 

 

 

 

বিশ্বজিৎ মণ্ডল

মিথ্যে জন্ম

 

পরজন্ম বলে কিছু নেই-

প্রাতরাশ জুড়ে অন্ধকার, থালা থেকে উধাও সূর্য
বিমর্ষ অন্ধকারে কাঁদছে পাড়াতুতো বঞ্চিতের দল
ওদের মা নেই ; আছে শুধু তাড়া খাওয়া শৈশবের সকাল
কিংবা বাসি পেপারের মতো তাচ্ছিল্য

ওরা জানে-
কাকভোরের পরতে পরতে লেগে আছে, ঈর্ষার গন্ধ
ভুল প্ররোচনায় সারাদিন খাটিয়ে নেওয়া শিক্ষিতের দল
দৈনিক রাশিফলে এঁকে দেয়, হু হু কান্না

আর কে চায় পরজন্ম?
হিসেব সেরে না নেওয়া যাক পাতিকাকের জীবন
আরো কিছু বাকি রয়ে গেল কিনা, দেবার বেলা…

 

 

যীশুর অভিমান

 

১.

অভুক্ত যীশু আমি-
প্রতিদিন বুকে ধরে নিয়ে ক্রুশবিদ্ধ কাঠ
হেঁটে যাচ্ছি, দাগি শহরের দিকে…
সমস্ত যাজন ছেড়ে, এখানেই গড়ে তুলি
অপাপবিদ্ধ যীশুর অভিমান…

 

২.

ঐতিহাসিক শহর জুড়ে লাট খায়, এইসব গুজরান…
প্রসন্ন শহর জুড়ে আমি বেয়াক্কেলে টাঙ্গাওয়ালা
পর্যটকের খোঁজে ভাঙি, অনিশ্চিত যাত্রা পথ
আমার ঘোড়ার অসুস্থ জিনে, আর্তনাদ ছড়ায়-
অসুস্থ সংসার

 

৩.

খ্রিষ্ট নই-
ঈশ্বরের বাগানে সাজাতে পারিনি, সু সমাচার
আজীবন দুমুঠো অন্ন চিন্তায়,ভেঙেছি রাজপথ
টাঙ্গাওয়ালা শুভ নামে,আমি অসুস্থ যীশু…

 

 

 

 

অপূর্ণ চণ্ডীদাস

 

যাকে যা দেওয়ার ছিল, তুলে দিতে পারিনি
অপুষ্ট হাতে কিলবিল করে পূর্ণ ঈর্ষা
এভাবেই সোমত্ত কাল জুড়ে বিষণ্ন ছিপ হাতে
আমি সেই চণ্ডীদাস

কালবেলার অন্ধকার ভেঙ্গে আজও উঠে এলো না
বদ্ধ রজকিনী
কাল আসে, কাল যায়-
মেঘমন্দ্রনে ছড়িয়ে পড়ে তার অস্থির কিশোরীবেলা

গোপন ল্যাপটপে‌ প্রণয় লিপিদের ঘুম পাড়িয়ে
কতবার ছুটে গেছি, মন প্রসন্ন আঁকা গান তলায়
যেখানে কম্প্যাক্ট ডিস্কে বেজে চলেছে, চণ্ডীদাসের প্রেম

 

 

 

নট ও নটীর স্কেচ

 

কঙ্কালীতলায় এসে দাঁড়িয়েছেন, অশান্ত রামকিঙ্কর…
তোকেই মেনেছি, একশো আট পিদিমের আলো
জ্বলে ওঠা হুতাশনের প্রারম্ভিক আগুন
পাড়া তুতো অন্ধকারে কতবার পথ ভুলিয়ে নিয়ে গেছি
কৈশোরের ছাতিমতলায়

সুদৃশ্য নটের মত আমিই তোর বোষ্টম-ঠাকুর…
বৃষ্টি ভেজা বিকেলে খঞ্জনি হাতে তোর জন্য এঁকে গেছি
নিষিদ্ধ বিকেলের গল্প
আজ যখন তুই চন্ডালিকা মুদ্রায় এসে দাঁড়ালি
আমার মৌন মন্দিরে
অমনি অদূরে বেজে উঠল, চৌষট্টি পর্বের পূর্ণ মেঘমন্দ্রন

 

 

 

 

সর্বনাশের ছাদ বাগান

 

এক

চারা গাছ লাগালাম মাটিতে-
গাছ কোথায়? হু হু বেড়ে যাচ্ছে নির্মম আকর্ষ
রাক্ষুসে ডালপালা আর বিসর্পিল পত্র সমগ্র

প্ল্যানচেটে ঘুমিয়ে পড়া মৃত আত্মার মতো
গাছের পাশে শুয়ে থাকি-
এ শয়ন ভূমির নাম, পশ্চিমবঙ্গ

নিরুত্তর বছর গুলো কেটে গেছে তক্ষকের ডাকে
ধ্যান-পাখির স্থবির ডানায় খেলছে পঙ্গু বিকেল
প্রসন্ন জাহ্নবী তীরে দাঁড়ালেই ভেসে ওঠে-
হুলুস্থুল করুণাময়ী

 

দুই

শিক্ষার ছাদ বাগানে এখন পরছায়া রোদ
আমার লাগানো গাছটা নেতিয়ে পড়েছে হলুদ ছত্রাকে
অদূরে ভেসে উঠেছে আমাদের অতৃপ্ত অভিলাষ…

 

 

অলঙ্করণ : প্রীতি দেব ও আন্তর্জালিক 

 

 

এক নজরে 👉 সাশ্রয় নিউজ-এ আপনিও পাঠাতে পারেন স্থানীয় সংবাদ। এছাড়াও রবিবারের সাহিত্য স্পেশাল-এর জন্য উপন্যাস, কবিতা (একধিক কবিতা পাঠালে ভালো হয়। সঙ্গে একটি লেখক পরিচিতি। গল্প, প্রবন্ধ, গদ্য, পুস্তক আলোচনা (আলোচনার জন্য দুই কপি বই পাঠাতে হবে), ভ্রমণ কাহিনী। লেখার সঙ্গে সম্পূর্ণ ঠিকানা ও যোগাযোগ নম্বর থাকতে হবে। অবশ্যই কোনও প্রিন্ট বা ডিজিটাল মাধ্যমে এমনকী কোনও সোশ্যাল মিডিয়াতে বা পোর্টালে পূর্ব প্রকাশিত লেখা পাঠাবেন না। ই-মেল করে লেখা পাঠান। ই-মেল আই ডি : editor.sasrayanews@gmail.com

 

 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment