



মোদীর খোঁচা কংগ্রেসকে
সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘ইন্ডিয়া মোবাইল কংগ্রেস’-এর একটি অনুষ্ঠানে যোগ দেন। সেই অনুষ্ঠান মঞ্চ থেকে জাতীয় কংগ্রেসকে নিশানা প্রধানমন্ত্রীর। কংগ্রেসকে পুরনো মোবাইলের সঙ্গে তুলনা করে মোদী বলেন, ‘কংগ্রেস এখন পুরনো মোবাইলে পরিণত হয়েছে। ব্যাটারি পরিবর্তন বা চার্জ দিলেও তা চালু হচ্ছে না’। মোদী আরও বলেন ২০১৪ সালের পরে থেকে মানুষ কংগ্রেসকে ছুঁড়ে ফেলেছেন। পাশাপাশি তিনি ২০১৪ সালের পর থেকে বিজেপিকে ক্ষমতায় নিয়ে এসে জনগণের সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য দেশের জনগণকে ধন্যবাদও জানান। বিজেপি সরকারের শাসনকালে প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হয়। কিন্তু বিগত সরকারের আমলে দেশের প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যেতে কোনও কাজ হয়নি বলেও জানান প্রধানমন্ত্রী। নমো এদিন জানান, ভারতে গুগল তাঁদের PIXEL ফোন কারখানা স্থাপনের কথা ঘোষণা করেছে। তাঁর কথায়,’ Samsung-এর FOLD 5 ও IPHONE 15 ভারতেই প্রস্তুত হচ্ছে।’ সেই সঙ্গে মোদী বলেন, ‘মোবাইল ব্রড ব্রডব্যাণ্ড গতিতে ভারত এখন ১১ থেকে ৪৩ তম স্থানে অবস্থান করছে।’ দেশে 5G পরিষেবা চালু হয়েছে এই সরকারের আমলেই। নমো জানান, 6G পরিষেবা চালুর বিশেষ পরিকল্পনা চলছে।
ছবি : সংগৃহীত
