



সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : পতঞ্জলি’র বিভ্রান্তিকর বিজ্ঞাপন (Patanjali Misleading Advertisement) মামলায় সুপ্রিম কোর্টের ভর্ৎসনা রামদেবকে। প্রসঙ্গত উল্লেখ্য যে, নিঃশর্ত ক্ষমা চেয়ে আদালতের দ্বারস্থ হন যোগগুরু রামদেব। বিভ্রান্তিকর বিজ্ঞাপন মামলায় আদলত তীব্র ভর্ৎসনা করল ‘পতঞ্জলি আয়ুর্বেদ’ -এর সহপ্রতিষ্ঠাতা রামদেব সহ সংস্থাটির ম্যানেজিং ডিরেক্টর বালাকৃষ্ণকে। হলফনামা প্রদানে তাঁদের ওপর অবজ্ঞার দেখানোর অভিযোগ বলে উল্লেখ। এ জন্যই তাঁদের আদালতের রোষের মুখে পড়তে হয়। শীর্ষ আদালতের পর্যাবেক্ষণ, সুপ্রিম কোর্টের নির্দেশের প্রতি ‘পতঞ্জলি আয়ুর্বেদ-এর আচরণ অবজ্ঞাপূর্ণ।’ তাঁরা আদালতের নির্দেশকে সম্মান জানাননি বলেও ডিভিশন বেঞ্চ-এর পর্যবেক্ষণ। বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি আমানউল্লাহ-এর বেঞ্চে নিঃশর্ত ক্ষমা চান যোগগুরু রামদেব। ডিভিশন বেঞ্চ জানান, “আপনার ক্ষমাপ্রার্থনায় সন্তুষ্ট নই আমরা। আমরাও দুঃখিত বলে আপনার ক্ষমা না গ্রহণ করতে পারি। মন থেকে ক্ষমা চাইছেন না আপনি। শুধু মুখের কথা বলছেন।” শুধু তা-ই নয়, ডিভিশন বেঞ্চ এই মামলায় ‘কড়া পদক্ষেপ’ নেওয়া হবে বলেও উল্লেখ সূত্রের। মামলার পরবর্তী শুনানি ১০ এপ্রিল। ওইদিন ডিভিশন বেঞ্চ রামদেব ও বালাকৃষ্ণকে সশরীরে আদালতে উপস্থিত হওয়ারও নির্দেশ দেন। ছবি : পিটিআই
আরও পড়ুন : Sachin Tendulkar : নির্বাচন কমিশনের বিশেষ ভূমিকায় শচীন
