



প্যারিস অলিম্পিক্সে ভারতের দ্বিতীয় পদক জয়
সাশ্রয় নিউজ ★ প্যারিস : প্যারিস অলিম্পিক্সে দ্বিতীয় পদক জিতল ভারত। রবিবার শুটার মনু ভকর (Paris Olympics Manu Bhaker) এককভাবে ব্রোঞ্জ পদক এনে দিয়েছেন দেশকে। একইভাবে ১০ মিটার এয়ার পিস্তল (মিক্সড) ইভেন্ট পদক জয় মনুর। তাঁর সঙ্গী ছিলেন সরবজ্যোৎ সিংহ। উল্লেখ্য ১৬-১০ স্কোরে এই জুটি দক্ষিণ কোরিয়াকে হারায়।
মনুর একই অলিম্পিক্সে জোড়া জোড়া পদক পেয়ে নতুন নজির গড়লেন। ফিরে দেখলে দেখা যায় যে, ১৯০০ সালে নরম্যান প্রিচার্ড অলিম্পিক্সে জোড়া পদক জিতে ছিলেন। কাকতালীয় হলেও সত্যি যে, সে বছরও অলিম্পিক্সের আয়োজক দেশ ছিল প্যারিস। এরপর পিভি সিন্ধু, সুশীল কুমার একই অলিম্পিক্সে জোড়া পদক জয় করেছিলেন। তবে একই অলিম্পিক্সে তাঁদের জোড়া পদক জয়ের নজির নেই। সেই দিক থেকে অলিম্পিক্সে জোড়া পদক জয় করে মনু ভাকর দেশকে গর্বিত করলেন।

অলিম্পিক্সে পদক জয়ের পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা বার্তা ভারতীয় শুটারকে। প্রধানমন্ত্রী এক্স হ্যাণ্ডেলে এক বার্তায় লিখেছেন, “আমাদের শুটারেরা আবার দেশকে গর্বিত করল। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ পাওয়ার জন্য শুভেচ্ছা মনু ভাকের এবং সরবজ্যোৎ সিংহকে। দু’জনেই দুর্দান্ত প্রতিভা দেখিয়েছে। ভারত তোমাদের নিয়ে আনন্দিত। মনু পর পর দু’টি পদক জিতল। খুব ভাল ধারাবাহিকতা দেখাল ও।”
উল্লেখ্য যে, এখন পর্যন্ত প্যারিস অলিম্পিক্সে পদক জয়ের শীর্ষে ফ্রান্স। মোট পদক ১৬ টি। দ্বিতীয় স্থানে জাপান ও ফ্রান্স। মোট পদক ১২ টি।
ছবি : এক্স
আরও পড়ুন : Rosalind Franklin : রোজালিন্ড ফ্রাঙ্কলিন : দ্য ডার্ক লেডি অফ ডি এন এ
