



প্যারিস অলিম্পিক্স : সরবজ্যোৎ সিংহ
সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics) স্বপ্নভঙ্গ হয়েছিল পুরুষদের এয়ার পিস্তলে। স্বপ্ন-ভাঙার কষ্ট আটকে রাখতে পারেনি সরবজ্যোৎ সিংহকে (Paris Olympics 2024 Sarabjot Singh)। তবে আক্ষেপ ছিলই। তিনি যে সামান্যর জন্যই পুরুষদের এয়ার পিস্তলের ফাইনালে যোগ্যতা অর্জন থেকে ছিটকে গিয়েছিলেন!
সরবজ্যোৎ (Sarabjot Singh) ছোটবেলায় ভালবাসতেন ফুটবল। তখনও তাঁর শুটার হওয়া ছিল স্বপ্নেরও বাইরে। পড়াশোনা করতেন ভগীরথ পাবলিক স্কুল, অম্বালায়। স্বপ্ন ছিল একজন ফুটবলার হবেন।
কিন্তু কীভাবে শুটার হলেন সরবজ্যোৎ? তিনি সংবাদ মাধ্যমে জানান, স্কুলই বদলে দেয় তাঁর স্বপ্ন। তাঁর স্কুলের নিচু ক্লাসের ক’য়েকজনকে তিনি এয়ারগান নিয়ে প্রাকটিস করতে দেখেন। সেটি বেশ মনে ধরে কিশোর সরবজ্যোৎ সিংহ-এর। বদলে যায় ফুটবলার হওয়ার ইচ্ছে। বাড়ি ফিরে বাবাকে বলেছিলেন, ‘শুটার হতে চাই’। পেশায় কৃষক সরবজ্যোৎ -এর পিতা। বুঝিয়েছিলেন, শুটিংয়ের ব্যয়ের কথা! কিন্তু ছেলের গোঁ-এর কাছে থেমে গিয়েছিল তাঁর ভাবনা। সঙ্গী হয়েছিলেন ছেলের স্বপ্নের।
প্যারিস অলিম্পিক্সে পুরুষদের এয়ার পিস্তলে ফাইনালে যাওয়ার স্বপ্ন ভাঙলেও সরবজ্যোৎ সিংহকে প্যারিস অলিম্পিক্সেই নতুন করে চিনল দেশ। এয়ার পিস্তল মিক্সড-এ মনু ভাকের (Manu bhaker) সঙ্গী ছিলেন সরবজ্যোৎ। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড-এ মনু ভারের সঙ্গে ব্রোঞ্জ জেতেন। মনু এই অলিম্পিক্সে প্রথম ভারতীয়, যিনি প্যারিস অলিম্পিক্স ২০২৪-এ এককভাবেও ব্রোঞ্জ প্রথম পদক জেতেন।
সরবজ্যোৎ ২০১৯ এ সোনা জিতেছিলেন। সে’টি ছিল জুনিয়র বিশ্ব চাম্পিয়নশিপ। এরপরে ২০২৩ সালে ব্রোঞ্জ জেতেন এশীয় চাম্পিয়নশিপে।
উল্লেখ্য, প্যারিস-এর শাতেরুতে অনুষ্ঠিত হচ্ছে অলিম্পিক্সে শুটিংয়ের প্রতিযোগিতা। সেখানে উড়ে যাওয়ার আগে এক সাক্ষাৎকারে সরবজ্যোৎ সিংহ জানিয়েছিলেন, ‘আমার মনঃসংযোগ এবং দৃষ্টি ঠিক রাখতে এই অনুশীলন প্রচণ্ড সাহায্য করেছে। যোগাসন এবং ধ্যান আমার অন্যতম শক্তি।’ তিনি মনঃসংযোগ ঠিক রাখত ভারতীয় যোগদর্শনের ‘ত্রাটক’ অভ্যাস করেন। এমনকী নয়ডার বুদ্ধ আন্তর্জাতিক সার্কিটে গাড়ি চালিয়ে চমকও দেন সরবজ্যোৎ। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘গতি প্রচণ্ড ভালবাসি। ছোটবেলা থেকে রেসিং কার পছন্দ করতাম। শুটিং তো অনেক পরে এসেছে।’
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : UPSC : UPSC -এর নতুন চেয়ারপার্সন প্রাক্তন আমলা প্রীতি সূদন
