



পিয়াকে বিয়ের পরে হঠাৎ কী বললেন পরম, সকলে চমকে গেলেন!
সাশ্রয় নিউজ ★ কলকাতা : পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay) ও পিয়া চক্রবর্তী (Piya Chakraborty) সরকারি মতে বিয়ে করেছেন ২৭ নভেম্বর (Parambrata Chattopadhyay & Piya Chakraborty Wedding) তাঁদের বিয়ের খবর সামনে আসতেই অনেকেই যেন দিনের বেলায় চাঁদ দেখেন। কারণ, পরম যাঁকে বিয়ে করছেন, তিনি সঙ্গীতশিল্পী অনুপম রায়-এর (Anupam Roy) প্রাক্তন স্ত্রী। নেটাগরিকদের একটা বড় অংশ ক্ষুব্ধ, পরমের ওপর। তার বহিঃপ্রকাশও দেখা যায় সমাজ মাধ্যমে তাঁদের মন্তব্যে। সমাজ মাধ্যমে অনেকেই বলতে শুরু করেন যে, তৃতীয় ব্যক্তির উপস্থিতির ফলেই অনুপমের ঘর ভাঙে।

প্রসঙ্গত, অনুপম রায় ও পরমব্রত ঘনিষ্ঠ বন্ধু বলে টলিপাড়ার খবর। নেটাগরিকদের মন্তব্যে কর্ণপাত করেননি পরম-পিয়া। বিয়ে করেই উড়ে যান মধুচন্দ্রিমায় (Parambrata Chattopadhyay and Piya Chakraborty Honeymoon) সেখান থেকে পরম-স্ত্রী ছবিও পোস্ট করেন। জমিয়ে মধুচন্দ্রিমা (Honeymoon) উপভোগ করে তাঁরা দেশে ফেরেন।
আরও পড়ুন : KKR, IPL 2024 : নাইটদের নেতা হয়ে শ্রেয়সের প্রত্যাবর্তন
পরমকে আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের (International Kolkata Film Festival 2023) সমাপ্তি অনুষ্ঠানে সঞ্চালনাও করতে দেখা যায়। পিয়াও যোগ দেন নিজের কাজের জগতে। অন্যদিকে পরমব্রত ও পিয়ার দিকে নেটাগরিকরা যে তোপ দেগেছিলেন, তৃতীয় ব্যক্তির উপস্থিতির ফলেই অনুপমের সংসারে ভাঙন ধরে! তেমনি পিয়ার জন্যই পরমের সঙ্গে তাঁর প্রেমিকা ইকার বিচ্ছেদ হয়। সেই তোপের প্রত্যুত্তর দেন পরমব্রত। একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে পরমব্রত জানান, ইকা (Ika) ও তাঁর ভেতর কোনও তৃতীয় ব্যক্তি ছিল না। কারও হাতও ছিল না। পরম এও জানান, তিনি যদি কারও সঙ্গে একত্রে থাকেন, সে ইকা। ২০২০ সালে কোভিডের সময় ইকা ও পরমের সম্পর্কে চিড় ধরে ও ভেঙে যায়। উল্লেখ্য, ইকা নেদারল্যান্ডসের (Netherlands) মেয়ে। ওই সময় তিনি নিজের দেশেই ছিলেন। এ প্রসঙ্গে পরম এ-ও উল্লেখ করেন, পিয়ার সঙ্গে (অনুপমের) সম্পর্ক ভাঙার পেছনেও তৃতীয় কোনও ব্যক্তি বা কারও হাত ছিল না। প্রসঙ্গত, সামাজিক মাধ্যমে যখন পরম-পিয়াকে বিদ্ধ করতে ব্যস্ত অনেকেই তখন, নেটাগরিকদের অনেককেই লেখেন, দু’জন প্রাপ্ত বয়স্ক মানুষ তাঁদের জীবনের ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছেন! এবং তা আইনসিদ্ধভাবেই। এখানে তাঁদের সমালোচনা করা মানে কারও ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা! যা হয়ত একেবারে কাম্য নয়!
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Viruska : বিরাট ও অনুষ্কার ষষ্ঠ বিবাহ বার্ষিকী
