Sasraya News

Thursday, June 19, 2025

Panskura Samabai Samity : পাঁশকুড়া সমবায় সমিতি নির্বাচনে জয় সিপিআই (এম)-এর

Listen

পাঁশকুড়া সমবায় সমিতি নির্বাচনে জয় সিপিআই (এম)-এর

সাশ্রয় নিউজ ★ পূর্ব মেদিনীপুর : ফের সমবায় সমিতি নির্বাচনে জয় পেল সিপিআই (এম)। পাঁশকুড়া সমবায় সমিতি নির্বাচনে ৯ টি আসনের ভেতর সিপিআই(এম) ৫ টি আসনে জয় লাভ করে। ৪ টি আসনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। রাজ্যে এর আগেও  বেশ কিছু সমবায় সমিতি নির্বাচনে জয় পায় বামেরা। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ও হলদিয়ায় নির্বাচনেও জয় লাভ করে বাম কংগ্রেস জোট। পাঁশকুড়া সমবায় নির্বাচনে জয় বাম শিবিরকে আরও উজ্জীবিত করল বলেই মনে করছে বাম কর্মীরা।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment