Sasraya News

North 24 Parganas : পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা

Listen

পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা

সাশ্রয় নিউজ ★ উওর চব্বিশ পরগণা : তাকা ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা নারায়ণপুরে।  সিসিটিভিতে বাদুডিয়ার নারায়ণপুরে রাতের অন্ধকারে এক ব্যক্তি মুখে কাপড় বেঁধে ISF -এর দলীয় পতাকা ছিঁড়তে দেখেন আই এস এফ কর্মী। একব্যক্তির দোকানের সিসিটিভির তারও কেটে দেওয়া হয় বলে স্থানীয় ISF কর্মীরা জানান। ঘটনায়, রাজ্যের শাসকদলকে সংযোগের অভিযোগ এইএসএফ। অভিযোগ অস্বীকার করেন, বাদুড়িয়ার বিধায়ক কাজি আব্দুর রহিম। তিনি জানান, ‘দলের বদনাম করতেই এই অপচেষ্টা।’ পতাকা ছেঁড়ার ঘটনার এলাকায় উত্তেজনা ছড়ায়।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read