Sasraya News

Saturday, February 15, 2025

Nitin Gadkari-Nirmala Sitharaman : অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি নিতিন গড়করির

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★নতুন দিল্লি : অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে (Nirmala Sitharaman) চিঠি নিতিন গড়করির (Nitin Gardkari)। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী স্বাস্থ্য বীমা ও জীবন বীমায় GST প্রত্যাহার (GST on Life & Health Insurance) করার জন্য আবেদন করেন বলে উল্লেখ। বিশেষ সূত্রে খবর যে, কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী জীবন বীমার প্রিমিয়াম ও স্বাস্থ্য বীমার প্রিমিয়ামের ওপর জিএসটি প্রত্যাহারের দাবী জানান।

সূত্রের এও খবর যে, কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নিতিন গড়করির নির্বাচনী কেন্দ্র নাগপুরের ‘নাগপুর ডিভিশনাল লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন এমপ্লয়িজ ইউনিয়ন’ এর কর্মীরা তাঁদের সাংসদ নিতিন বাবুর কাছে একটি স্মারকলিপি জমা দেন। তারপরই তিনি জীবন বীমা ও স্বাস্থ্য বীমায় GST প্রত্যাহার চেয়ে অর্থমন্ত্রীকে পত্র দেন। কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রীর চিঠিতে উল্লেখ, “যে ব্যক্তি অনিশ্চিত জীবন থেকে পরিবারকে সুরক্ষা দিতে চান, তার বীমার প্রিমিয়ামের উপরে কর বসানো উচিত নয়। একইভাবে মেডিক্যাল ইন্সুরেন্সে ১৮ শতাংশ জিএসটি এই ব্যবসার বৃদ্ধিতে বাধা হয়ে দাঁড়াচ্ছে। স্বাস্থ্য বীমা সমাজের জন্য অত্যন্ত জরুরি। তাই এই দুই বীমা ক্ষেত্র থেকে জিএসটি প্রত্যাহারের আর্জি জানানো হচ্ছে।”

উল্লেখযোগ্যভাবে সকলের নজর কেড়েছে, নবগঠিত এনডিএ সরকারের (NDA Government) মন্ত্রীর কাছে আরেক মন্ত্রীর পত্রাঘাত। রাজনৈতিক কূটনীতিকদের মত, সকলের দৃষ্টি থাকবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নিতিন গড়করির চিঠির ভিত্তিতে স্বাস্থ্য বীমা ও জীবন বীমার প্রিমিয়ামের ওপর থেকে জিএসটি প্রত্যাহার বিষয়ে কী সিদ্ধান্তে উপনীত হন!

আরও পড়ুন : Paris Olympics Manu Bhaker : মনুর দ্বিতীয় পদক জয়, সঙ্গী সরবজ্যোৎ সিং

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment