



কেরলে নিপা ভাইরাসের থাবা, প্রাণ গেল দু’জনের
সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : কেরলের কোঝিকোড়ে একটি বেসরকারি হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি হন দু’জন। তাঁরা দু’জনেই প্রাণত্যাগ করেন। কেরলে অজানা জ্বরে মৃত দু’জনের নিপা ভাইরাসে মৃত্যু হয় বলে নিশ্চিত করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। সুত্রের খবর, নিপা ভাইরাস মোকাবিলায় কেরল সরকারকে বিশেষ দল পাঠানো হচ্ছে বলে উল্লেখ। অন্যদিকে, নিপা ভাইরাস নিয়ে আতঙ্ক বাড়ছে। কেরলে আরও দু’জনের মৃত্যু হয়। তাঁদের নমুনা সংগ্রহ করে পুণের গবেষণাগারে পাঠানো হয়েছে। চিকিৎসকরা নিপার উপসর্গ সম্পর্কে জানিয়েছেন, জ্বর, গলা ব্যথা, পেশিতে ব্যথা, বমি ভাব, কখনও ঝিমুনি ভাব শ্বাসকষ্ট প্রভৃতি উপসর্গ পাওয়া যায়। এই ধরণের উপসর্গ দেখা দিলে চিকিৎসকদের পরামর্শ নিতে পরামর্শ চিকিৎসকদের।
ছবি : প্রতীকী
