Sasraya News

Nimrat Kour Skin care tips | রূপচর্চা ও ত্বকের যত্ন নিতে কী বললেন নিমরত!

Listen

মধুজা সান্যাল ★ সাশ্রয় নিউজ : রোদের তাপে জ্বলে উঠছে চারদিক। তখন এক গ্লাস ঠান্ডা ডাবজলের স্বস্তি যেন জীবনের পরম আরাম। কিন্তু এই স্বস্তিদায়ক পানীয় যে শুধু শরীরের তেষ্টা মেটায় তা নয়, ত্বকচর্চাতেও এর ব্যবহার হতে পারে।

নিমরাত কৌর। ছবি : সংগৃহীত

সম্প্রতি এমনই ব্যতিক্রমী পরামর্শ দিলেন বলিউড অভিনেত্রী নিমরত কৌর (Nimrat Kaur)। ‘লাঞ্চ বক্স’ খ্যাত এই অভিনেত্রী শুধু মুখে বলেই থামেননি সোশ্যাল মিডিয়ায় নিজেই একটি ভিডিও পোস্ট করে হাতে-কলমে দেখিয়েছেন কীভাবে ডাবের জল ব্যবহার করলে রোদে পোড়া ত্বক ফিরে পেতে পারে তার জেল্লা।

নিমরাত কৌর। ছবি : সংগৃহীত

ভিডিওতে দেখা যায়, রোদে বাইরে থেকে ঘরে ফিরে এসেছেন নিমরত। চোখে রোদচশমা, মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। সোজা গিয়ে ফ্রীজ থেকে একটি ঠান্ডা ডাব বের করে তার মাথার অংশটি কেটে নেন ছুরি দিয়ে। প্রথমেই স্ট্র দিয়ে খানিকটা জল খান। তারপর ডাবের বাকিটা জল ঢালেন একটি বাটিতে। তারপর সেখান থেকে হাতে তুলে নিয়ে সরাসরি গালে, কপালে, মুখে মেখে নেন সেই ডাবজল। তাঁর পরামর্শ অনুযায়ী, “ডাবের জল মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে দিতে হবে। তারপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। চাইলে ময়েশ্চারাইজ়ার ব্যবহার করাও যেতে পারে।” এই ঘরোয়া রূপচর্চার পদ্ধতির পেছনে রয়েছে বিজ্ঞানসম্মত ব্যাখ্যাও।

Read : Jackfruit recipe | বাংলার রান্নাঘরে ফিরছে গাছের মাংস, ফলের দুধস্নান ও এঁচোড় বিরিয়ানি

নিমরাত কৌর। ছবি : সংগৃহীত

বিশেষজ্ঞদের মতে, ডাবের জলে পটাসিয়াম, ম্যাগনেসিয়ামসহ একাধিক প্রাকৃতিক ইলেক্ট্রোলাইট থাকে। এটা ত্বককে হাইড্রেট রাখতে সহায়তা করে। এর সঙ্গে রয়েছে অ্যান্টি-মাইক্রোবায়াল ও প্রদাহনাশী গুণ, যা ত্বকের প্রদাহ কমাতে পারে ও ব্রণ সারাতেও কার্যকর। গরমে রোদে পুড়ে যাওয়া ত্বকে এটি আরাম এনে দেয়, জ্বালা কমায় ও প্রাকৃতিক শীতলকারক হিসেবে কাজ করে। সুন্দর ত্বকের গোপন রহস্য হিসেবে অনেকেই পানীয় জাতীয় প্রাকৃতিক উপাদান ব্যবহার করেন। তবে নিমরত কৌর-এর (Nimrat Kour) মতো সোজাসুজি ডাবজল মুখে মাখার পরামর্শ বলিউড বা হলিউডের প্রথম সারির অভিনেত্রীর কাছ থেকে আসায় সেটি এখন আলোচনার কেন্দ্রে।

নিমরাত কৌর। ছবি : সংগৃহীত

এই রূপচর্চা সবার জন্য উপযোগী না-ও হতে পারে। চিকিৎসকরা জানাচ্ছেন, যাঁদের নারকেলে অ্যালার্জি রয়েছে অথবা যাঁরা এগজ়িমায় ভুগছেন, তাঁদের ক্ষেত্রে ডাবজল প্রয়োগ করলে ক্ষতি হতে পারে। একজন ডার্মাটোলজিস্টের কথায়, “ডাবের জল একটি স্বাভাবিক স্কিন কুল্যান্ট ও হাইড্রেটিং এজেন্ট হলেও যাঁদের ত্বক অতিরিক্ত সংবেদনশীল, তাঁদের ক্ষেত্রে আগে প্যাচ টেস্ট করে নেওয়া উচিত।” পাশাপাশি অতিরিক্ত সময় ধরে মুখে ডাবজল মেখে রাখলে ত্বক উলটে শুষ্ক হয়ে যেতে পারে বলেও সতর্ক করছেন বিশেষজ্ঞরা। তাই ২০ মিনিটের বেশি মুখে ডাবজল না রেখে মুখ ধুয়ে ফেলা ও পরে হালকা ময়েশ্চারাইজ়ার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

Read : Kiara Advani- Sidharth Malhotra | স্বামী সিদ্ধার্থকে নিয়ে কিয়ারার খোলামেলা স্বীকারোক্তি, ফোন ধরেন না, কিন্তু বাবা হবেন চমৎকার

এক সময় ডাবের জল শুধু শরীর ঠান্ডা রাখতে পান করা হতো। এখন সেটাই রূপচর্চার পরিপূরক উপাদান হয়ে উঠছে। সোশ্যাল মিডিয়ার দৌলতে এই ঘরোয়া পদ্ধতি পৌঁছে যাচ্ছে আরও অনেক মানুষের কাছে। বিশেষ করে তারকা কেউ নিজের রুটিন শেয়ার করলে, সাধারণ মানুষ আরও বেশি আগ্রহী হন তা অনুসরণ করতে। নিমরত কৌরের এই ডাবচর্চা নিয়ে ইতিমধ্যেই দর্শকমহলে আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ মন্তব্য করছেন, “প্রাকৃতিক উপাদান দিয়ে এমনভাবে স্কিন কেয়ার শেখানোই উচিত।” আবার কেউ লিখেছেন, “এত সহজ পদ্ধতি কখনও ভাবিনি!” অভিনেত্রীর এই স্বতঃস্ফূর্ত রূপচর্চা বার্তায় প্রমাণ হচ্ছে, স্কিন কেয়ারের জন্য দামী প্রসাধনী সব সময় প্রয়োজন পড়ে না। অনেক সময় আমাদের হাতের কাছেই থাকে এমন কিছু উপাদান, যা সঠিকভাবে ব্যবহার করলে ত্বকের যত্নে চমৎকার ফল দিতে পারে। সেই তালিকায় ডাবজল এখন অন্যতম। গরমের দিনে ত্বক যখন ক্লান্ত, তখন একবাটি ঠান্ডা ডাবজল হয়ে উঠতে পারে সবচেয়ে নির্ভরযোগ্য (Nimrat Kour)।সুন্দর ত্বকের গোপন রহস্য হিসেবে অনেকেই পানীয় জাতীয় প্রাকৃতিক উপাদান ব্যবহার করেন। তবে নিমরত কৌরের মতো সোজাসুজি ডাবজল মুখে মাখার পরামর্শ বলিউড বা হলিউডের প্রথম সারির অভিনেত্রীর কাছ থেকে আসায় সেটি এখন আলোচনার কেন্দ্রে।

ReadRecipe : ইলিশ মালাইকারী কীভাবে বানাবেন?

নিমরাত কৌর। ছবি : সংগৃহীত

এক সময় ডাবের জল শুধু শরীর ঠান্ডা রাখতে পান করা হতো। এখন সেটাই রূপচর্চার পরিপূরক উপাদান হয়ে উঠছে। সোশ্যাল মিডিয়ার দৌলতে এই ঘরোয়া পদ্ধতি পৌঁছে যাচ্ছে আরও অনেক মানুষের কাছে। বিশেষ করে তারকা কেউ নিজের রুটিন শেয়ার করলে, সাধারণ মানুষ আরও বেশি আগ্রহী হন তা অনুসরণ করতে। নিমরত কৌরের এই ডাবচর্চা নিয়ে ইতিমধ্যেই দর্শকমহলে আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ মন্তব্য করছেন, “প্রাকৃতিক উপাদান দিয়ে এমনভাবে স্কিন কেয়ার শেখানোই উচিত।” আবার কেউ লিখেছেন, “এত সহজ পদ্ধতি কখনও ভাবিনি!” অভিনেত্রীর এই স্বতঃস্ফূর্ত রূপচর্চা বার্তায় প্রমাণ হচ্ছে, স্কিন কেয়ারের জন্য দামী প্রসাধনী সব সময় প্রয়োজন পড়ে না। অনেক সময় আমাদের হাতের কাছেই থাকে এমন কিছু উপাদান, যা সঠিকভাবে ব্যবহার করলে ত্বকের যত্নে চমৎকার ফল দিতে পারে। সেই তালিকায় ডাবজল এখন অন্যতম। গরমের দিনে ত্বক যখন ক্লান্ত, তখন এক বাটি ঠান্ডা ডাবজল হয়ে উঠতে পারে সবচেয়ে নির্ভরযোগ্য স্কিনটনিক।

ছবি : সংগৃহীত 
আরও পড়ুন : Recipe : ইলিশ মালাইকারী কীভাবে বানাবেন?

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read