



নাইজেরিয়ার বন্যা পরিস্থিতি উদ্বেগজনক
সাশ্রয় নিউজ : নাইজেরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তের সংখ্যা বেড়েই চলেছে। ইতিমধ্যে দেশটির সরকার বিশ্ব ব্যাঙ্ক সহ ত্রাণ-বিতরণকারীদের সঙ্গে যোগাযোগ করছেন বলে জানা যাচ্ছে। তেলবাহী গাড়িগুলি বন্যার কারণে রাজধানী শহরে না প্রবেশ করতে পারায় দেশটির বিভিন্ন স্থানের সার্ভিস স্টেশনগুলিতে মানুষের দীর্ঘ লাইন পরিলক্ষিত হচ্ছে বলে খবর। নাইজেরিয়ার রাজধানী আবুজার তেল সঙ্কট দেশটির সরকারকে ভাবিয়ে তুলেছে। এই সময়ই নাইজেরিয়ার হাওয়া অফিস বিপদ বার্তা দিয়েছে, আগামী সপ্তাহসহ কয়েকমাস তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, উত্তরাঞ্চলের ভূ-খণ্ডগুলিতে নভেম্বর – ডিসেম্বর মাস পর্যন্ত বর্ষা থাকে। এর আগে ২০১২ সালে বড় ধরনের বন্যার মুখোমুখি হয়েছিল নাইজেরিয়া। সেবারও সরকারি মতে ২১ লক্ষ সাধারণ মানুষ বসতহীন হয়েছিলেন। প্রাণ হারিয়েছিলেন ৩৬৩ জন মতো। বেসরকারি তথ্য অনুযায়ী এইসংখ্যাগুলি আরও বেশি ছিল।
কিন্তু সম্প্রতি নাইজেরিয়ার বন্যা পরিস্থিতি ভাবিয়ে তুলেছে সে দেশের সরকার সহ অন্যান্য দেশগুলিকে। ইতিমধ্যে দেশটিতে সহৃদয় হয়ে ত্রাণ পাঠাচ্ছেন কিছু দেশ।
এখন পর্যন্ত নাইজেরিয়ার বন্যায় প্রাণ হারিয়েছেন ৫০০ জনেরও অধিক মানুষ। বহু গবাদিপশুর মৃত্যু হয়েছে। ঘর- বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন ১৪ লক্ষরও অধিক মানুষজন। বন্যার গ্রাস এতই ভয়ঙ্কর যে এলাকা থেকে চলে যেতে হয়েছে প্রায় ৮ লক্ষরও বেশি সাধারণ জনগণকে। দেশটির ত্রাণ মন্ত্রকের এক বিবৃতিতে এমনই জানানো হয়েছে বলে জানা গিয়েছে। আরও জানা যায় যে, ৪৫ হাজারেরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৭৭ হাজার হেক্টর কৃষিজ ফসল জলের নিচে তলিয়ে গিয়েছে। দেশটির কোগির অবস্থা উদ্বেগজনক। নাইজার এবং বেলুই নদীর জল হু হু করে প্রবেশ করছে।
