Sasraya News

Friday, March 14, 2025

Nepal Bus Accident : নেপালে বাস দুর্ঘটনা, ৪০ জনের প্রাণহানির আশঙ্কা

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কাঠমান্ডু : নেপালে বাস দুর্ঘটনা (Nepal Bus Accident)। ঘটনায় ৪০ জন যাত্রী ছিল বলে উল্লেখ। প্রত্যেকেই ভারতীয় যাত্রী। সূত্রের খবর, মার্সাইয়াঙ্গদি জেলায় ঘটনাটি ঘটে বলে উল্লেখ। নেপাল পুলিশের পক্ষ থেকে আশঙ্কা করা হয় যে, বাসে থাকা প্রত্যেকটি যাত্রীর মৃত্যু হয়েছে। তানাহুঁ জেলার পুলিশ সুপারের কথায়, ইউপি এফটি ৭৬২৩ নম্বরের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মার্সাইয়াঙ্গদি নদীতে পড়ে যায় বলে উল্লেখ। তাঁর কথায়, বাসটি নেপালের পোখরা থেকে ছেড়ে ছিল। যাচ্ছিল কাঠমান্ডুতে। নেপাল স্বসস্ত্র পুলিশ বাহিনীর মুখপাত্র জানান, ১৪ টি দেহ উদ্ধার হয়ে। বাকি যাত্রীদের খোঁজ চলছে।

ছবি : সংগৃহীত 

আরও খবর : Durga Puja : দুর্গোৎসব ও তার তাৎপর্য

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment