Sasraya News

Saturday, February 15, 2025

NEET PG : NEET PG -তে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : নিট পিজি (NEET PG) ডাক্তারির সর্বভারতীয় স্তরের সবচেয়ে বড় পরীক্ষায় স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। চারজন পরীক্ষার্থী পরীক্ষায় স্থানীয় চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাঁদের আবেদনে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ‘‘দু’লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া যায় না।’’

প্রসঙ্গত, গত ৫ জুলাই ‘দ্য ন্যাশনাল বোর্ড অফ এগ্‌জ়ামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেস’ নোটিফিকেশন জারি করে দেশে দেশে দু’দফায় NEET PG পরীক্ষা নেওয়া হবে ১১ আগষ্ট। ‘দ্য ন্যাশনাল বোর্ড অফ এগ্‌জ়ামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেস’ -এর বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় দুই পরীক্ষার্থী। সেই চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে আজ সুপ্রিম কোর্ট তাঁদের পর্যবেক্ষণ জানায়।

উল্লেখ্য যে, চলতি বছরের গত ২৩ জুন নিট পিজি পরীক্ষা হওয়ার কথা থাকলেও ২৪ ঘন্টা আগেই স্থগিত হয়ে যায় পরীক্ষা। আরও উল্লেখ যে, সুপ্রিম কোর্টের প্রধানবিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নেতৃত্বে বেঞ্চ ২০২৪ সালে অনুষ্ঠিত নিট ইউজি পরীক্ষা সম্পূর্ণ বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে। ওই মামলাতে প্রধানবিচারপতিবেঞ্চের পর্যবেক্ষণ, ‘‘রেকর্ডে থাকা নথিগুলি প্রশ্নপত্রের পদ্ধতিগত ফাঁসের ইঙ্গিত দেয় না।’’ অন্যদিকে ২৩ জুন নিট পিজি পরীক্ষা বাতিল ঘিরে প্রশ্নপত্র ফাঁসের গুঞ্জন ওঠে।

প্রসঙ্গত উল্লেখ্য, NEET PG পরীক্ষা সারাদেশে আগষ্টের ১১ তারিখ অনুষ্ঠিত হওয়ার কথা। সূত্রের খবর যে, কেন্দ্রীয় সরকার ও দ্য ন্যাশনাল বোর্ড অফ এডুকেশন (NBE) পরীক্ষা শুরুর দু’ঘন্টা আগে প্রশ্নপত্র তৈরির পরিকল্পনা বলে উল্লেখ। প্রশ্ন ফাঁস হওয়ার ঝুঁকি এড়াতেই নাকি এই পরিকল্পনা।

ছবি : সংগৃহীত 

আরও খবর : Buddhadeb Bhatacharjee : বুদ্ধদেব ভট্টাচার্য-এর শেষযাত্রায় মানুষের ঢল রাজপথে

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment