Sasraya News

Wednesday, March 12, 2025

NCP : অজিত পাওয়ারের দখলে এনসিপি

Listen

সাশ্রয় নিউজ ★ মুম্বাই : মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন মোড়। গত ক’য়েক মাস ধরে NCP -র মালিকানা কার তা নিয়ে চর্চা চলছিল। অজিত পাওয়ার ও শারদ পাওয়ারের দুই গোষ্ঠীর ভেতর সেই কোন্দল প্রকাশ্যে চলে আসে। গত ছয় মাসের শুনানির পর এ বিষয়ে রায় শোনাল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানায়, এনসিপি’র নাম ও প্রতীক ব্যবহার করার অধিকার থাকবে কেবল অজিত পাওয়ার-এর। এরপরেই কোণঠাঁসা শারদ পাওয়ার ও তাঁর শিবির। প্রসঙ্গত, শারদ পাওয়ারের পক্ষে রয়েছে ১২ জন বিধায়ক। অন্যদিকে অজিত পাওয়ারের পক্ষে ৪১ জন বিধায়ক। অজিত পাওয়ার এবিষয়ে বলেন, ”আমাদের আইনজীবীদের বক্তব্য শোনার পরে নির্বাচন কমিশন আমাদের পক্ষেই রায় দিয়েছে। একে আমরা স্বাগত জানাচ্ছি।” নির্বাচন কমিশনের সিলমোহরে কী কাকা ও ভাইপোর মধ্যে কোন্দলের সমাপ্তি হল? তা সময়ই উত্তর দেবে বলে জানাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা। -সংগৃহীত ছবি 

আরও পড়ুন : Tmc : এক দেশ এক নির্বাচনের বিরোধিতা তৃণমূল কংগ্রেসের

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment