Sasraya News

Wednesday, April 23, 2025

Nawshad Siddique : ডায়মন্ড হারবারে প্রার্থী হচ্ছেন না নওশাদ

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : বেশ ক’য়েক দিন ধরেই ডায়মন্ড হারবার কেন্দ্রের দিকে নজর ছিল সকলের। ইণ্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর (Naushad Siddique)  ওই আসন থেকে লড়ার জল্পনা ছিল। এই নিয়ে বামেদের সঙ্গে দীর্ঘদিন আসন সমঝোতা বিষয়ক কথাবার্তাও চলে। কিন্তু শেষপর্যন্ত দুই দলের ভেতর আসন রফা নিয়ে কোনও সুরাহা না হওয়ায়, বৃহস্পতিবার ISF দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা করেছে। ওই আসনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়ছেন মজনু লস্কর। তবে ভেবেছিলেন আসনটিতে হয়ত লড়বেন নওশাদ সিদ্দিকী স্বয়ং। বামেদের সঙ্গে আসন রফা নিয়ে একজায়গায় না আসতে পারার ফলেই কী পিছু হটলেন ইণ্ডিয়ান সেকুলার ফ্রন্ট-এর বিধায়ক? প্রশ্ন তুলছেন রাজনৈতিক ওয়াকিবহাল মহল! -সংগৃহীত ছবি 

আরও পড়ুন : Shubman Gill : শুভমনের ৮৯ জয় দিতে পারল না দলকে

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment