Sasraya News

Friday, March 14, 2025

National Kabadi : হায়দরাবাদে ন্যাশনাল কাবাড়ি প্রতিযোগিতা

Listen

সাশ্রয় নিউজ ★ হায়দরাবাদ : হায়দরাবাদে অনুষ্ঠিত ন্যাশনাল কাবাডি (National Kabadi) প্রতিযোগিতা। ৪৯ তম সেই প্রতিযোগিতায় পৌছেছে, বাংলা দল। হায়দরাবাদের বাচুপল্লীতে বালক ও বালিকা দুই বিভাগের দল,  দলের কোচ ও ম্যানেজাররা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। অংশগ্রহণকারী দলের সঙ্গে হায়দরাবাদ পৌঁছেছেন প্রাক্তন কোচ বিশ্বনাথ চক্রবর্তী, অর্জুন পুরস্কার প্রাপ্ত শ্রীমতী রমা সরকার। কাবাডি অ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক শ্যামল বসু, তুষার কামলে, বেইল অ্যামেচার প্রমুখ। ন্যাশনাল কাবাডি প্রতিযোগিতা চলবে চলতি মাসের ৪ তারিখ (৪ ফেব্রুয়ারি পর্যন্ত)।

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Hemant Soren Arrested : ইডি’র হাতে গ্রেফতার ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment