Sasraya News

Saturday, February 15, 2025

Nabadwip : নবদ্বীপে পদপৃষ্ঠ দর্শনার্থী

Listen

সাশ্রয় নিউজ ★ নবদ্বীপ : দোলযাত্রা উপলক্ষ্যে কেশবজী গৌড়ীয় মঠের নগর পরিক্রমায় অংশ নেন অনেক ভক্ত। বুধবার এই নগর পরিক্রমণকে কেন্দ্র করে বহু ভক্ত সমাবেশ ঘটে নবদ্বীপে (Nabadwip)।  ভিড় হয় নবদ্বীপ ফেরিঘাটেও। সেখানেই ভিড়ের চাপে পদপৃষ্ঠ ক’য়েকজন। পাঁচজন দর্শনার্থী নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। তাঁদের ভেতর একজন দশ বছরের বালক। বেশ ক’য়েকজনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয় বলে হাসপাতাল সূত্রে খবর। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন শ্যামা মণ্ডল (৫৩), সুষমা মণ্ডল (৭০), লক্ষ্মী হালদার (৬৬) পালন চন্দ্র মণ্ডল (৫৫) ও পবন মণ্ডল (১০)।

আরও পড়ুন : Weather : বসন্তে বর্ষার ঘ্রাণ, ভিজল রাজ্য

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment