



সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : ক’য়েকদিন আগে রানিতলার বেগুনডিহি গ্রামে জলসা শুনতে যান রানিনগরের বিলচাতরার মিঠু খান। তারপর থেকেই নিখোঁজ ছিলেন। সূত্রের খবর, শ্যালকের স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল যুবকের। শ্যালকের স্ত্রী’র বাড়ির সকলে দিন তিনেক থেকে পলাতক। একাকার মানুষজনের সন্দেহ হওয়ায় রানিনগর ও রানিতলা থানার পুলিশ যৌথ অভিযান করে। সোমবার সকাল নাগাদ প্রেমিকার বাড়ির বাথরুমের চেম্বার থেকে উদ্ধার যুবকের দেহ। স্থানীয় সূত্রে খবর, বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকেই যুবক খুন। তবে পুলিশ যুবকের মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে। মৃত যুবকের শ্যালকের স্ত্রী’র বাড়ির লোকজনের খোঁজ শুরু করেছে পুলিশ।
আরও খবর : INDIA Rally In Mumbai : মুম্বাইয়ে ইণ্ডিয়া’র মহাজনসভা
