Sasraya News

Wednesday, March 12, 2025

Murshidabad : উত্তর মুর্শিদাবাদ সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্র-এর বিশেষ অনুষ্ঠান

Listen

সাশ্রয় নিউজ মুর্শিদাবাদ : জেলায় সাহিত্য ও সংস্কৃতি জগতে আলোড়ন সৃষ্টিকারী “উত্তর মুর্শিদাবাদ সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্র” আয়োজিত, পাক্ষিক নতুন প্রহরী ও বার্ষিক জাগ্রত প্রহরী পরিচালিত ২১ তম সাহিত্য সেতু ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান হয়ে গেল সম্প্রতি। নূর মোহাম্মদ স্মৃতি মহাবিদ্যালয়ে। স্বাগত ভাষণ দেন অত্র সংস্থার সম্পাদক কবি মোফাক হোসেন। এই অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন নিজামুদ্দিন আহমেদ, প্রধান অতিথি আসন অলংকৃত করেন শ্রীকান্ত অধিকারী অতিথি আসন অলংকৃত করেন গল্পকার কথা সাহিত্যিক সৌরভ হোসেন, মোশারফ হোসেন, শামসুল হোদা, আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানে সাহিত্যে সৈয়দ মুস্তাফা সিরাজ সম্মাননা প্রদান করা হয় পাঁচজনকে। 

 

অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

 

সমাজ সেবায় মরহুম হাজী জয়েদ আলি বিশ্বাস সম্মাননা পাঁচজনকে, শিল্পকলা ও অন্যান্য প্রতিভায় আরতি মিশ্র সম্মাননা দুই জনকে, সাংবাদিকতা ও সম্পাদনায় দাদা ঠাকুর সম্মাননা প্রদান করা হয় পাঁচজনকে। এই অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আগত আড়াই থেকে তিনশো জন কবি সাহিত্যিক অংশগ্রহণ করেন। কবি ও সম্পাদক মোফাক হোসেন জানান, যে জাতির সাহিত্য, সংস্কৃতি কৃষ্টি কালচার যত উন্নত সেই জাতি ততই উন্নত, কোন জাতি বা দেশ উন্নত সাহিত্য সংস্কৃতি কৃষ্টি কালচার ছাড়া উচ্চ শিখরে আরোহন করতে পারে না, তাই সাহিত্য সংস্কৃতি চর্চা দিন দিন প্রসারিত হোক এই আশা আকাঙ্ক্ষা নিয়েই আমাদের পথচলা।

আরও পড়ুন : Sasraya News, Sunday’s Literature Special | Issue 51, 9tha February 2025 || সাশ্রয় নিউজ, রবিবারের সাহিত্য স্পেশাল | সংখ্যা ৫১| ৯ ফেব্রুয়ারি ২০২৫

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment