



সাশ্রয় নিউজ ডেস্ক ★ বহরমপুর : বোমা বাঁধতে গিয়ে মৃত্যু এক ব্যক্তির। অনুমান স্থানীয় বাসিন্দাদের। মৃতের নাম আইনুল হক। ঘটনা মুর্শিদাবাদ (Murshidabad) জেলার রাণীনগর থানার মালিবাড়ি এলাকায়। শুক্রবার একটি আম বাগান থেকে দেহ উদ্ধার হয় বলে উল্লেখ।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। ভয়ে তটস্থ হয়ে ওঠেন স্থানীয়রা। শুক্রবার সকালবেলা একটি আমবাগান থেকে দেহটি উদ্ধার হয়। তবে বোমা বাঁধতে গিয়েই ওই ব্যক্তির মৃত্য হয়েছে কিনা তদন্ত করছে পুলিশ। ডোমকল মহকুমা পুলিশ আধিকারিক শুভম বাজাজ ঘটনা সম্পর্কে বলেন, “প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া যায়নি যে কী ভাবে মৃত্যু হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাকি সব দিক তদন্ত করে দেখা হচ্ছে।”
মৃতের ভাই সুরক শেখের কথায়, “গত কাল রাতে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল দাদা। দু’জন লোক বাড়ি থেকে ওকে ডেকে নিয়ে গিয়েছিল। আমরা তাদের চিনি না। লোভে পড়ে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল ওর।’’ ঘটনার তদন্তে পুলিশ। দেহটি পোস্টমর্টেমের জন্য পাঠানো হয় বলে উল্লেখ।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Rajpal Yadav : ঋণ শোধ না করায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সিল করল অভিনেতার সম্পত্তি
