Sasraya News

Thursday, June 19, 2025

Murshidabad : মুর্শিদাবাদে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর

Listen

মুর্শিদাবাদে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর

সাশ্রয় নিউজ ★ বহরমপুর : তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের বহরমপুরে। বৃহস্পতিবার রাত্রে এই ঘটনাটি ঘটে সৈদাবাদে।  তৃণমূল নেতাদের অভিযোগ কংগ্রেসের দিকে। তাঁরা আরও অভিযোগ করেছেন, দলীয় কার্যালয়ে ভাঙচুরের পাশাপাশি পার্টি অফিসে থাকা তৃণমূল নেতৃত্বকে মারধর করেছেন দুষ্কৃতিরা। 

    সৈদাবাদের কুঞ্জঘাটার পার্টি অফিসে কালীপুজোর মিটিং চলার সময় অতর্কিত তৃণমূলকর্মীদের ওপর হামলা ও পার্টি অফিসে ভাঙচুর চলে বলে খবরে প্রকাশ। দুষ্কৃতিদের হাতে লোহার রড ও আগ্নে অস্ত্র ছিল বলে দাবী তৃণমূল নেতৃত্বের। বিশ্বজিৎ দাস নামে একজন তৃণমূলকর্মী এই হামলায় আহত হয়েছেন বলে জানা যায়। 

    এই ঘটনায় একজনকে পুলিশ গ্রেফতার করেছে। অপর দিকে কংগ্রেস এই ঘটনাক তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জের হিসেবে অবিহিত করেছে। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment