



সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : রানীনগরের নিখোঁজ যুবকের দেহ উদ্ধার রানীতলার বেগুনডিহিতে। বেশ ক’য়েক দিন ধরে রানিনগরের বিলচাতরার যুবক মিঠু খান নিখোঁজ হন। সোমবার সকালে রানিতলার এক ব্যক্তির বাড়ির বাথরুম থেকে পুলিশ তাঁর গলাপচা দেহ উদ্ধার করে। বেগুনডিহির যে বাড়ি থেকে দেহ উদ্ধার হয় সেই বাড়ির লোকজন পলাতক বলে উল্লেখ। যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়। কী কারণে যুবক খুন, তদন্ত করছে পুলিশ।
আরও খবর : Big Boss winner Elvish Yadav Arrested : ১৪ দিনের জেল হেফাজত এলভিসের
