



ডোমকলে গৃহবধু খুন, ভাবির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ
সাশ্রয় নিউজ ★ বহরমপুর : সোমবার ডোমকলে এক গৃহবধূর মৃত্যুকে সম্পর্কে পরিবারের লোকজন জামাইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছেন পাশাপাশি অভিযোগ ভাবির সঙ্গে বানাথের বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে বানাথ মণ্ডলের। সেই কারণেই তাই সে স্ত্রী রেখাকে খুন করেছে। তাঁদের কন্যাসন্তান হওয়ার কিছুদিন পরেই অভিযুক্তের সঙ্গে বউদির বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের জেরে দাম্পত্য কলহ চলতেই থাকত। পুলিশ সূত্রে এও খবর, রাতে মদ্যপ হয়ে বানাথ বাড়ি ফেরায় স্ত্রী রেখার সঙ্গে কলহ হত।
৫ ডিসেম্বর, ২০২২ সোমবার ডোমকল থানার মাঠপাড়ায় এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য। পুলিস সূত্রে খবর, মৃতার নাম রেখা বিবি (২৮)। রেখার পরিবার পুলিশকে জানিয়েছে, রেখার স্বামী রেখাকে খুন করেছে। স্বামী পলাতক। স্থানীয় মানুষজন মারফৎ ডোমকল থানার পুলিস পায়। তারপর মৃত দেহ উদ্ধার করে। মৃত দেহের ময়নাতদন্ত হয় বহরমপুর মর্গে। পুলিশ সূত্রে আরও খবর, মৃতা রেখার শরীরে বহু আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।
উল্লেখ্য, পুলিশ সূত্রে খবর যে, প্রায় আট বছর আগে ডোমকল থানার মোহনপুর গ্রামের রেখার সঙ্গে ঘোড়ামারা গ্রামের বানাথ মণ্ডলের বিবাহ হয়। বানাথ নদীয়ার একটি পাটের গুদামে শ্রমিকের কাজ করত। তাঁদের বিয়ের প্রায় দু’বছর নাগাদ পর তাঁদের এক কন্যা সন্তান হয়। কন্যার জন্মের পর থেকেই দাম্পত্য কলহ নিয়মিত চলত। ঘটনার তদন্ত করছে ডোমকল থানার পুলিশ।
