



কেমন হল শিবপ্রসাদ-নন্দিতার রক্তবীজ!
সাশ্রয় নিউজ ★ বিনোদন ডেস্ক : শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়-এর ছবির ওপর বাংলা সিনেমার দর্শক প্রত্যাশা রাখে। আর সেই প্রত্যাশার মাপকাঠিটি খুব ছোট না। এবার পুজোয় মুক্তি পায় তাঁদের পরিচালনায় নতুন ছবি। ছবিটি ইতিমধ্যেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। পরিচালকদ্বয় জানান, এই ছবির চিত্রনাট্য অত্যন্ত জোরালো। এবছর বলিউডে যত ছবি মুক্তি পায়, তার ভেতর এখন পর্যন্ত রক্তবীজ শীর্ষ স্থান দখল করে আছে। এই ছবিটি সম্পর্কে আরও জানা যায়, বাস্তব ঘটনাকে সামনে রেখে চিত্রনাট্যের রূপদান করা হয় এখানে। পাশাপাশি গল্পের ট্যুইস্ট দর্শকদের নজর কাড়ে।
ছবি : সংগৃহীত
