



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : দক্ষিণবঙ্গ দহন জ্বালায় অতিষ্ঠ। তারই ভেতর আলিপুর আবহাওয়া দফতর তাপপ্রবাহের কমলা জারি করে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়া জেলায়। তার ভেতর বর্ষা নিয়ে স্বস্তির বার্তা হাওয়া অফিসের। আগামী ১৮-২০ জুনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবেশ করতে পারে বর্ষা। তবে উত্তরবঙ্গে ফুঁসে উঠেছে তিস্তা তোর্ষা। এছাড়াও ডায়না, জলঢাকাও। সিকিম, ভুটান, কালিম্পং প্রভৃতি জায়গায় ভারি বৃষ্টিতে নদীগুলির জলস্তর বৃদ্ধি পেয়েছে।
-প্রতীকী চিত্র
আরও পড়ুন : Maheshtala Cylinder Blast : গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ মহেশতলায়
