



সাশ্রয় নিউজ ★ কলকাতা : মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় অভিনয় মনামী ঘোষ-এর (Monami Ghosh)।
সৃজিত মুখোপাধ্যায়-এর নতুন ছবিতে তাঁকে ওই চরিত্রে কাস্ট করা হয় বলে উল্লেখ। কিছুদিন আগেই পদাতিক-এর ট্রিজার লঞ্চ হয়। তারপরেই অভিনেত্রী পাড়ি দেন জাপানে। মাউন্ট ফুজিকে সাক্ষী রেখে ছবিও তোলেন।
সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ফুজির সঙ্গে ছবি তুলে মনামী জানান, ‘ঠিক এই জন্যই আমি কাজ করি। আর কখনএ করি না।’ প্রসঙ্গত উল্লেখ্য যে, অভিনেত্রী মনামী ঘোষ-এর আগেও একাধিকবার ঘুরতে গিয়ে ছবি ভাগ করে নিয়েছেন তাঁর অনুরাগীদের সঙ্গে। তাঁর জাপান ট্রিপের ছবিও অনুরাগীদের ভেতর ঝড় তুলেছে বলে উল্লেখ। ইণ্ডাষ্ট্রির সূত্রের একাংশের মত, ভ্রমণ ও অভিনয়কে সঙ্গী করে বেশ আছেন বঙ্গতনয়া।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Firoz Khan Passes Away : অভিনেতা ফিরোজ খান প্রয়াত
