



সাশ্রয় নিউজ ★ স্পোর্টস ডেস্ক : আইপিএল খেলছেন না মহম্মদ শামী (Mohammad Shami)। গুজরাট ফ্রাঞ্চাইজি তা নিশ্চিত করে দেয়। আসন্ন আইপিল-এ খেলবেন না গুজরাট টাইটানসের পেসার। চোটের জন্যই এবার IPL থেকে তিনি ছিটকে গিয়েছেন। গুজরাট ফ্রাঞ্চাইজি দলে শামীর পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করে বুধবার। সদীপ ওয়ারিয়ার গুজরাট টাইটান্সের হয়ে আসন্ন আইপিএল-এ খেলবেন। কেকেআর-এর (KKR) হয়ে ২০১৯-২০২১ পর্যন্ত ৫ টি ম্যাচ খেলেছেন সন্দীপ। পেয়েছেন ৫ উইকেট। খেলেছেন তিনটি আইপিএল (IPL) মরশুমে। প্রথমে কেকেআর (KKR), তারপর মুম্বাই ইন্ডিয়ানস (MI) ও রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর (RCB) দলে দেখা যায় তাঁকে। এবার শামীর পরিবর্ত প্লেয়ার হিসেবে গুজরাট টাইটান্সে (GUJRAT TITANS) দেখা যাবে সন্দীপকে। -সংগৃহীত ছবি
আরও পড়ুন : World Poetry Day : বিশ্ব কবিতা দিবসে মমতা রায় চৌধুরী এর গদ্য ‘কবিতায় আবদ্ধ মন… ‘
