



সাশ্রয় নিউজ ★ রানীনগর : মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বামেরা প্রার্থী করেছে সিপিআই (এম)-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে ( Mohammad Selim) এই লোকসভা আসনটিতে ২০১৯-এর লোকসভা ভোটে জয়ী হয় তৃণমূল কংগ্রেসের আবু তাহের খান। তবে মুর্শিদাবাদের রানিনগর বরাবরই সিপিআই(এম)-এর গড় হিসেবেই পরিচিত। এবার এই আসন থেকে লোকসভা নির্বাচনের মুখ মহম্মদ সেলিম।
নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই হারানো জমি উদ্ধারে মরিয়া বামেরা। তবে এই আসনে বাম-কংগ্রেস জোট প্রার্থী ও তৃণমূল কংগ্রেসের পাশাপাশি প্রার্থী দিয়েছে আইএসএফ, এসইউসিআই(সি), বিজেপি। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের অনেকেই মনে করছেন, প্রথম ও দ্বিতীয় স্থান তৃণমূল কংগ্রেস বনাম বাম-কংগ্রেস জোট এগিয়ে থাকবে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে। তবে উল্লেখযোগ্যভাবে ভোট কাটাকুটির খেলায় দেখা যাবে বাকি দলগুলিকে।
অন্যদিকে, হারানো জমি পুনরুদ্ধার করতে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বাম-কংগ্রেস জোট মরিয়া। রাজনৈতিক জমি পুনরুদ্ধার করতে নির্বাচনী এলাকায় এলাকায় প্রচার চালাচ্ছেন বাম-কংগ্রেস প্রার্থী মহম্মদ সেলিম। এদিন তিনি রানীনগর বিধানসভা মালিবাড়ি-২ গ্রামপঞ্চায়েত সহ একাধিক জায়গায় নির্বাচনী প্রচার করেন। তেমনি জোট সমর্থকদের ভেতর প্রবল সাড়া পাওয়া যায় বলে বলে বাম-কংগ্রেস জোট সূত্রে উল্লেখ।
আরও পড়ুন : Maharastra BJP : বিজেপিতে ভাঙন মহারাষ্ট্রে
