



সাশ্রয় নিউজ ★ কলকাতা : দেশে লোকসভা ভোট (Lok Sabha Election 2024) যত এগিয়ে আসছে, ততই বাড়ছে ভোটের পারদ। প্রথম দফার ভোট প্রচার নিয়ে ময়দানে রাজনৈতিক নেতা-কর্মীরা। এবারে রাজ্যে ৪২ টি লোকসভা আসনের ভেতর সকলের চোখ বহরমপুর। তৃণমূল কংগ্রেস (TMC) জানা যায়, এই কেন্দ্রটি স্বয়ং তৃণমূল সুপ্রিমোর পাখির চোখ। পাঁচ বারের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী’কে (Adhir Chowdhury) নির্বাচনে পরাজিত করতে এবার বহরমপুর কেন্দ্রে রাজ্যের শাসক দলের প্রার্থী ইউসুফ পাঠান (Yousuf Pathan)। প্রাক্তন ভারতীয় দলের ক্রিকেটার এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই প্রতিদ্বন্দ্বীতা করার কথা প্রকাশ্যে আসতেই, একাংশের তৃণমূল কর্মীদের ভেতর গোঁসা দেখা যায়। এমনকী অনেকেই ইউসুফকে বহিরাগত তকমাও তাঁর কপালে জোটে। তবে তাতে দমছে না তা প্রচার। একদিকে বাম-কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী তাঁর জয় অব্যাহত রাখতে নির্বাচনী ময়দানে। তেমনি বিজেপিও (BJP) এই আসনে প্রার্থী করেছেন চিকিৎসক নির্মল কুমার সাহাকে Dr. Nirmal Kumar Saha)। প্রচারের পারদ প্রতিদিনই বাড়ছে। তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যায় যে, এপ্রিলের ১ তারিখ মুর্শিদাবাদে ইউসুফ পাঠান-এর হয়ে নির্বাচনী সভা করবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বহরমপুর স্টেডিয়ামে হবে সেই সভা। ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Basanta Utsab 2024 : রাজ্যে উদযাপিত হল রঙের উৎসব
