



সাশ্রয় নিউজ ★ কলকাতা : কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গতকাল বেলা ২ টো থেকে তাঁর ধর্না কর্মসূচী শুরু হয় আম্বেডকর মূর্তির পাদদেশে। তিনি আগেই জানান, ৪৮ ঘন্টা ধর্না দেবেন তৃণমূল সুপ্রিমো। তারপর দলের অন্যান্য ইউনিট ধর্না অব্যাহত রাখবেন বলে উল্লেখ। গতকাল থেকে তিনি ধর্না মঞ্চেই আছেন। রাতেও সেখানে ছিলেন। ধর্না মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন, ‘বাংলার মন জয় করবেন গরিব লোকের টাকা লুঠ করে? কোথায় গেল ১০০ দিনের টাকা? যারা কাজ করেছে ২১ লক্ষ শ্রমিক, তাদের কেন দেওয়া হয়নি ২ বছর ধরে কাজ করবার টাকা? এর জন্য জেলে যাওয়া উচিৎ।’ প্রসঙ্গত, সারা রাত্রি ধর্না মঞ্চে কাটানোর পরে শনিবার সকালে ময়দান চত্বরেই হাঁটেন মুখ্যমন্ত্রী। ছোটদের সঙ্গে খেলেন বাস্কেট বলও।
ছবি : সংগৃহীত
Yashasvi Jaiswal : শচীন লিখলেন ‘যশস্বী ভবঃ’। দ্বিশত রানের দিকে যশস্বী
