Sasraya News

Wednesday, June 18, 2025

Mamata Banerjee : মালদহে মুখ্যমন্ত্রী, দেখা করলেন হড়কা বানে প্রাণ হারানো মানুষদের পরিবারের সঙ্গে 

Listen

মালদহে মুখ্যমন্ত্রী, দেখা করলেন হড়কা বানে প্রাণ হারানো মানুষদের পরিবারের সঙ্গে 

সাশ্রয় নিউজ ★ মালবাজার : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের – মন্ত্রী অরূপ বিশ্বাস মুখ্যসচিব হরিকৃষ্ণ ত্রিবেদী সহ আরও ক’য়েকজনকে সঙ্গে নিয়ে যাত্রার সুচি বদলে চলে গেলেন মালদহের মালবাজার এলাকায়। আজই দেখা করলেন দশমীর বিসর্জনের দিন মাল নদীর হড়কা বানে তলিয়ে যাওয়া ৮ জন মৃত পরিবারের বাড়ি। অনেকেই বলছেন, এটাই মমতা। 

    প্রসঙ্গত উল্লেখ্য যে, আজ সোমবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরাসরি স্থানীয় রিসোর্টে পৌঁছে গিয়ে মঙ্গলবার মৃত ব্যক্তিদের পরিবারের সঙ্গে কথা বলবার কথা ছিল। কিন্তু আচমকাতেই তিনি আজই সেই সমস্ত বাড়ি পরিদশন করেন। আগামীকাল মাল আদৰ্শ বিদ্যাভবনে দুপুর একটায় মমতা বন্দ্যোপাধ্যায়-এর প্রশাসনিক বৈঠক আছে বলে জানা যায়। এবং এই বৈঠক শেষ করে মালবাজারে মৃত ব্যক্তিরদের বাড়িতে দেখা করার কথা ছিল। কিন্তু তিনি আজই সেই সুচি পরিবর্তন করে পৌঁছে যান মালবাজার এলাকায়। এবং মৃত পরিবারের সকলকে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন বলে খবর। তিনি এই ভয়ঙ্কর পরিস্থির কারণ উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন। যদিও মুখ্যমন্ত্রীর আগেই ওখানে যাবার কথা ছিল, বিশেষ কারণেই তিনি তখন উপস্থিত হতে পারেননি সে কথা আজ কলকাতা বিমানবন্দরেই সাংবাদিকদের সামনে ঘোষণা করেন বলে উল্লেখ। তিনি বলেছেন, “আমি মাল নদীর হড়কা বানের পরিস্থিতি শুনেই সঙ্গে সঙ্গে উদয়ন গুহ, বুলুচিকি বরাইক, মিউনিসিপ্যালটির চেয়ারম্যান সহ সকলকেই দাঁড়িয়ে থেকে পরিস্থিতি সামলে মানুষের পাশে থাকতে বলেছি।”

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment