Sasraya News

Mamata Banerjee : বিরোধীদের ওপর সরব মমতা

Listen

বিরোধীদের ওপর সরব মমতা

সাশ্রয় নিউজ ★ কলকাতা : দলীয় কর্মী-সমর্থকদের সভায় নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার বক্তব্য রাখেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের বেশ ক’য়েকজন মন্ত্রী, বিধায়ক ও নেতা জেলবন্দী। এবার সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,  “আমাদের লোকেরা সবাই চোর? দুর্নীতি দেখাচ্ছে। আজ খুব হাসছেন, ভাবছেন পার্থ জেলে, কেষ্ট জেলে, আমাদের আরও কয়েকজন জেলে। আমাদের মানিক ভট্টাচার্য জেলে, বালু জেলে। এটাই চলবে? আগামিদিন যখন আপনারা ক্ষমতায় থাকবেন না, কোথায় থাকবেন, সেলে?”

নেতাজী ইন্ডোরের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়-এর কণ্ঠে রাজনৈতিক বদলার প্রসঙ্গ শোনা বলে উল্লেখ। তাঁর কথায়, “আমাকে বিজেপির কাছ থেকে জ্ঞান শুনতে হবে? সিপিএমের কাছে জ্ঞান শুনতে হবে? বদলা নিতে হবে। বদলা মানে রাজনৈতিক বদলা।” প্রসঙ্গত বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এমন কথা বলার জন্য সুনির্দিষ্ট থানায় অভিযোগ দায়ের হওয়া উচিৎ।”

উল্লেখ্য যে, এদিন সিপিআই(এম) উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী সমাবেশ থেকে বলেন, “ওখানে সিপিএমের লোকগুলো বসে আছে। সবথেকে বেশি টাকা খায় ওরা। ওরাই দুর্নীতি বলে চিৎকার করে। কারণ, একটা পকেটমার টিম ওঠে গাড়িতে। যে পকেটমার, সে-ই পকেটমার বলে চিৎকার করে পালিয়ে যায়।”

ছবি : সংগৃহীত 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read