Sasraya News

Saturday, June 14, 2025

Mamata Banerjee : আর কর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে মৌলালী থেকে মিছিলে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : আরজি কর কাণ্ডে (RG Kar News) দোষীদের ফাঁসির দাবিতে পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অন ডিউটি একজন মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুন হন। সেই প্রতিবাদে ফুঁসছে রাজ্য তথা দেশ। ১৪ আগষ্ট রাতে পথে নামেন মহিলারা। আর জি করের ঘটনার পরে থেকেই রাজ্যের শাসক দল ও সরকারের ওপর চাপ বৃদ্ধি করছিল বিজেপি, সিপিআই(এম), কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলগুলি।

শুক্রবার মৌলালী থেকে মিছিল করেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনায় অপরাধীর সর্বোচ্চ শাস্তি চেয়ে স্লোগান ওঠে মিছিল থেকে।

অন্যদিকে আগামীকাল বেলা ২-৪ পর্যন্ত সমস্ত ওয়ার্ডে ও ব্লকে মিটিং মিছিল করবে শাসক দল। রবিবারও সকাল ৬ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত কর্মসূচী পালন করার ডাক বুধবারই দেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো।

উল্লেখ্য যে, আরজি কর কাণ্ডে রাম ও বাম চক্রান্তের অভিযোগ তৃণমূল কংগ্রেসের। এই চক্রান্তের বিরুদ্ধে দলকে পথে নেমে প্রতিবাদ করার নির্দেশ দেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মৌলালী থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত তাঁর সঙ্গে মিছিলে হাঁটেন নয়না বন্দ্যোপাধ্যায়, শশী পাঁজা, শতাব্দী রায়, লাভলি মৈত্র, জুন মালিয়া, মহুয়া মৈত্র, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, চন্দ্রিমা ভট্টাচার্য সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা ও কর্মী সমর্থকেরা। তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন ডোরিনা ক্রসিংয়ে মিছিল শেষ করে দলীয় বিধায়ক ও সাংসদদের মঞ্চে পাশে নিয়ে দাবি তোলেন, ‘‘দোষীদের শাস্তি চাই। শাস্তি নয়, ফাঁসি চাই। তাড়াতাড়ি বিচার চাই।’’

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : SUCI Strike : SUCI এর বনধের মিশ্র প্রভাব

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read