



সাশ্রয় নিউজ ★ মালদা : সর্বদলীয় বৈঠক করল মালদা (Malda) প্রশাসন। মঙ্গলবার একাধিক রাজনৈতিক দলের নেতৃত্বদের নিয়ে মালদা প্রশাসনিক ভবনে ওই বৈঠক হয়। মালদা জেলায় দু’টি লোকসভা আসন। সেই আসন দু’টিতে আসন্ন লোকসভা নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষ্যে বৈঠকে আলোচনা হয়। সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক নীতিন সিংহানিয়া, মালদার অতিরিক্ত জেলা শাসক পী্যুষ সালুঙখে, অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন প্রমুখ।
আরও পড়ুন : Sukesh chandrasekhar : ‘সত্য প্রকাশ হবে’ : সুকেশ চন্দ্রশেখর
